Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৪ এপ্রিল, ২০১৭ ২২:০৪
আজ থেকে পদাতিকের নাট্যোৎসব
শোবিজ প্রতিবেদক

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উদ্বোধন করা হবে পদাতিকের নাট্যোৎসব। এবারের প্রতিপাদ্য ‘সকল বৈষম্যের ঊর্ধ্বে জাগোরে নবীন প্রাণ’। এ বছরও পদাতিক আয়োজন করছে ভাষাসৈনিক ও নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান। প্রয়াত শিল্পী এস এম সোলাইমানকে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে। সম্মাননা জানানো হবে লাকী ইনামকেও। সপ্তাহব্যাপী নাট্যোৎসবে মঞ্চস্থ হবে বিভিন্ন দলের ১২টি নাটক। উৎসবে প্রতিদিন সন্ধ্যায় ৭টায় জাতীয় নাট্যশালা ও এক্সপেরিমেন্টাল থিয়েটারে নাটক মঞ্চস্থ হবে।

এই পাতার আরো খবর
up-arrow