শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর জুড়ে ছুটির আমেজ

‘ঊর্নাজাল’ নাটকের একটি দৃশ্য

প্রদর্শনী

ফোজিত শেখ বাবুর ‘দুরন্ত শৈশবে বই-আনন্দ’

বাংলাদেশের আলোকচিত্র সাংবাদিক ফোজিত শেখ বাবুর আলোকচিত্র নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে ‘দুরন্ত শৈশবে বই-আনন্দ’ শীর্ষক একক প্রদর্শনী।

১৭ এপ্রিল বিকালে এই প্রদর্শনীর  উদ্বোধন করবেন ফ্রান্সে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত।

 

‘বাঘের দেশে বৈশাখ’

পটুয়া নাজির হোসেনের চিত্রকর্ম নিয়ে আজ ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হচ্ছে ‘বাঘের দেশে বৈশাখ’ শীর্ষক প্রদর্শনী।

সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীর গ্যালারি।

১৮ এপ্রিল পর্যন্ত চলবে প্রদর্শনীটি।

 

 

নাটক

পদাতিকের আমন্ত্রণে বাতিঘরের ‘ঊর্নাজাল’

ঢাকার মঞ্চে যুক্ত হয়েই প্রথম প্রযোজনাতেই প্রশংসিত হয় বাতিঘরের নাটক ‘ঊর্নাজাল’। বাকার বকুলের রচনা ও নির্দেশনায় এটি নাট্যদল বাতিঘরের একটি পূর্ণাঙ্গ মঞ্চনাটক। আসছে ১০ এপ্রিল পদাতিকের আয়োজনে ভাষাসৈনিক ও নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবে প্রদর্শিত হবে বাতিঘরের নাটক ‘ঊর্নাজাল’। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সেপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় এই নাটকটি মঞ্চস্থ হবে।

‘কালরাত্রি’

সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবের চতুর্থ সন্ধ্যায় শনিবার শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হবে আয়োজক দল পদাতিক নাট্য সংসদ প্রযোজিত নাটক ‘কালরাত্রি’।

তানভীর আহমেদ সিডনীর রচনায় নাটকটির নির্দেশনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম।

বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন দলটির নিয়মিত নাট্যকর্মীরা।

 

ছায়ানট

বৈশাখ বরণে প্রতি বছর রমনার বটমূলে প্রভাতী অনুষ্ঠান করে আসছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। এবার রমনার বটমূলের প্রভাতী অনুষ্ঠানটি ৫০-এ পদার্পণ করছে। এ উপলক্ষে আজ সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ছায়ানট। নাচ, গান ও আবৃত্তি দিয়ে সাজানো এই আয়োজন অনুষ্ঠিত হবে সংগঠনটির নিজস্ব মিলনায়তনে।

 

আজ সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা প্রদান

নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পদাতিক নাট্য সংসদের সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা পাচ্ছেন এস এম সোলায়মান (মরণোত্তর) ও লাকী ইনাম।

 

চৈত্র সংক্রান্তি

১৪ এপ্রিল বঙ্গাব্দ ১৪২৪ এর আগমন। আর ১৩ এপ্রিল বৃহস্পতিবার ১৪২৩ এর শেষ দিন। নানা আয়োজনে চৈত্র সংক্রান্তির মাধ্যমে পুরনো

বছরের শেষ দিনকে বিদায় জানানোর পাশাপাশি পুরনো বছরকে বিদায় জানাবে বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এর মধ্যে ছায়ানট তাদের নিজস্ব ভবনে চৈত্র সংক্রান্তি পালন করবে, চারুকলা পালন করবে চারুকলা অনুষদ প্রাঙ্গণে আর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে

শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে চৈত্র সংক্রান্তির নানা আয়োজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর