সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সেলিম আল দীনের গল্পে মম-নাঈম

শোবিজ প্রতিবেদক

সেলিম আল দীনের  গল্পে মম-নাঈম

সম্প্রতি শেষ হলো প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীনের রচিত নাটক ‘চুমকি’। নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ও নাট্যনির্দেশক হাসান রেজাউল। ‘চুমকি’ নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, এফ এস নাঈম। এ ছাড়া আরও আছেন শহিদুল আলম সাচ্চু, মুনিরা মিঠু, শফিক খান দিলু, জামাল রাজা, হিটলারসহ অনেকে। নাটকটি পয়লা বৈশাখে রাত ৯:০৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে। এ প্রসঙ্গে নাঈম বলেন, ‘অনেক দিন পর সেলিম আল দীন স্যারের একটি নাটকে অভিনয় করলাম। নাটকের গল্প নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। অসম্ভব সুন্দর এই গল্পে আমার সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন মম। আশা করছি ভালো লাগবে।

নাটক প্রসঙ্গে পরিচালক হাসান রেজাউল বলেন, আমি মঞ্চে কাজ করে খুব আনন্দ পাই। মঞ্চই আমার জন্য প্রাণের জায়গা। এর বাইরে টিভি নাটক হিসেবে ‘চুমকি’ আমার নিজের নির্মাণ করা প্রথম কাজ। মঞ্চে এবং টেলিভিশনে দুই মাধ্যমেই সেলিম স্যার অনেক বড় মাপের নাট্যকার। যাকে বাংলা নাটকের বরপুত্র বলা হয়। জীবনের প্রথম কাজটি তার নাটক দিয়ে করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

সর্বশেষ খবর