বুধবার, ১২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কারও ব্যক্তিগত ইস্যুতে নাক গলাতে চাই না : বুবলী

শামছুল হক রাসেল

কারও ব্যক্তিগত ইস্যুতে নাক গলাতে চাই না : বুবলী

গত সোমবার থেকে শাকিব-অপু ইস্যুতে উত্তাল গোটা ফিল্মপাড়া। শুধু ফিল্মপাড়া বললে ভুল হবে, রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে তাদের এ ইস্যু। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে প্রায় ১০ মাস পর প্রকাশ্যে এসে রীতিমতো বোমা ফাটান অপু বিশ্বাস। তাদের এ ইস্যুতে আরও একটি নাম উচ্চারিত হচ্ছে। তিনি আর কেউ নন-বুবলী।

মূলত শামীম আহমেদ রনির নির্মিতব্য ‘রংবাজ’ সিনেমাকে কেন্দ্র করেই শাকিব-অপুর দীর্ঘদিনের এ সুপ্ত আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছে বলে মনে করছেন অনেকেই। এমনকি অপু বিশ্বাসও তার সাক্ষাৎকারে এ বিষয়কে কিছুটা বেগবান করেছেন। এতকিছুর পরও ‘রংবাজ’ সিনেমায় অভিনয় করবেন কিনা জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে বুবলী বলেন, ‘কী আশ্চর্য! ছবির সঙ্গে শাকিব ইস্যুকে জড়াচ্ছেন কেন? যোগ্যতা বলেই পরিচালক আমাকে কাস্ট করেছেন। এখান থেকে ইউটার্ন নেওয়ার প্রশ্নই ওঠে না। আমি তো জোর করে অভিনয় করছি না। আগেই বললাম—কে কী বলল সেটা নিয়ে মাথা ঘামাই না।’

অনেকেই মনে করছেন ‘রংবাজ’ ইস্যুকে কেন্দ্র করেই অপু বিশ্বাস নিজে এ বিস্ফোরণ ঘটিয়েছেন। এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘সোমবার যখন একটি পত্রিকায় খবর হলো ‘রংবাজ’ ছবি নিয়ে, তখন অপুর নাকি মেজাজ গরম হয়ে গেল আমার নাম দেখে। সে চায় না শাকিব-বুবলী একসঙ্গে কাজ করুক। আজ এখানে বুবলী না থেকে অন্য কেউ থাকতে পারত। অথচ আমাকে নিয়েই কেন এত কথা হচ্ছে।’

বুবলী আরও বলেন, ‘কেন রাজ্জাক-শাবানা ম্যাডাম, রাজ্জাক-ববিতা ম্যাডাম, রাজ্জাক-কবরী ম্যাডাম জুটি ছিলেন না? রিয়াজ ভাই শাবনূর আপু, রিয়াজ ভাই পূর্ণিমা আপু জুটি ছিলেন না?

উল্টো অপু বিশ্বাসের কাছে প্রশ্ন ছুড়ে বুবলী জানতে চাইলেন, ‘হঠাৎ করে অপু বিশ্বাস এত দিনের আড়াল ভেঙে সরাসরি টেলিভিশনে গিয়ে এসব কথা বললেন? কই এতদিন তো যাননি, কারও সামনে আসতে চাননি... কেন? ’

মঙ্গলবার সকালে ফেসবুকে বুবলী একটি স্ট্যাটাস দিয়েছেন। এসব বিষয়ে সরাসরি কথা না বলে স্ট্যাটাস দিলেন কেন? এবার বুবলী বলেন, ‘সোমবার বিকাল থেকে অনবরত ফোন কল পেয়ে যাচ্ছি। শাকিব-অপুর এই ইস্যু নিয়ে অনেকেই প্রশ্নবাণে জর্জরিত করছেন। তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো রকম কথা বলতে চাচ্ছিলাম না। যখন দেখলাম ‘রংবাজ’ সিনেমা টানতে গিয়ে আমাকেও জড়ানো হচ্ছে, তখন বাধ্য হলাম ফেসবুকে বিষয়টি পরিষ্কার করতে। অন্যথায়, কেউ কেউ আমার মৌনতার সুযোগে নানা রকম বিভ্রান্তি তথ্য ছড়াতে পারে। তাদের ব্যক্তিগত বিষয়ে আমার অবস্থান পরিষ্কার করতেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে অবগত করেছি।’

এদিকে, গতকাল দুপুরের পর শাকিব-অপু ইস্যু নতুন মোড় নেয়। শাকিব জানান, সোমবার মেজাজ খুব খারাপ ছিল বলে অনেক কথাই হয়তো বলেছি। কিন্তু এখন উপলব্ধি করছি, যাই ঘটে থাকুক না কেন, এটা আমার সংসার, আমার স্ত্রী, আমার সন্তান। আমাকে ওদের সঙ্গেই থাকতে হবে।’

অন্যদিকে, অপুুর কাছে শাকিবের এ প্রত্যাবর্তন নিয়ে জানতে চাইলে বুবলী বলেন, ‘কী আশ্চর্য! তাদের বিষয়ে মত দেওয়ার আমি কে? এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে আমি নাক গলাতে চাই না। প্রফেশনালিজম একদিকে আর পারসনালিজম আরেক দিকে।’

সর্বশেষ খবর