শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ভিডিওর মেয়েটি সাবিলা নূর নয়

শামসুল হক রাসেল

ভিডিওর মেয়েটি সাবিলা নূর নয়

হালের অন্যতম আলোচিত মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। মিডিয়ার কাজ দিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। তবে এবার খবরের শিরোনাম হলেন একটি স্ক্যান্ডালের গুঞ্জনকে কেন্দ্র করে। গত বুধবার ১৩ মিনিটের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। যেখানে একজন টিনএজ তরুণীকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। ছড়িয়ে পড়ে এই তরুণীটি সাবিলা নূর। তবে অনেকে আবার বলেন, ভিডিওর মেয়েটি আসলে সাবিলার মতো দেখতে। আসলে সাবিলা নয়। 

তবে সমস্যা বেঁধেছে অন্যখানে। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই ভিডিওটির সঙ্গে সাবিলার নাম জড়িয়ে গেছে এবং প্রায় সবখানে ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি। যুক্তরাষ্ট্রে থাকার কারণে এ প্রসঙ্গে সাবিলার বক্তব্য পাওয়া যায়নি। তবে এসব গুঞ্জনকে প্রত্যাখ্যান করেছেন সাবিলার মা মুসরাত জাহান। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘বেশ কয়েকজন এ বিষয়ে আমাকে অবগত করেছেন। কিন্তু আপনাদের বলছি ১০০ ভাগ, আমি আবার বলছি, ১০০ ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, এমন কোনো ঘটনার সঙ্গে আমার মেয়ে জড়িত নয়। আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, কেউ যেন এটা নিয়ে অপপ্রচার না চালায়। ভিডিওর মেয়েটি সাবিলা নয়।’ নুুসরাত জাহান আরও বলেন, ‘সাবিলার সঙ্গেও আমার কথা হয়েছে, সেও আমাকে নিশ্চিত করেছে, ভিডিওটি তার নয়। সাবিলা বলেছে, কেউ হয়তো তাকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করেছে।’ এ ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলার প্রাথমিক প্রস্তুতিও তারা গ্রহণ করেছেন বলে জানান। এদিকে এ ধরনের প্রচারণাকে কেন্দ্র করে শোবিজ অঙ্গনের তারকারা ক্ষোভ প্রকাশ করেছেন। সাবিলার নামে ভিডিও প্রকাশ করা অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা। একজন অভিনেত্রীর নামে এভাবে রুচিহীন স্ক্যান্ডালের গুজব ছড়ানোর পেছনে নেতিবাচক উদ্দেশ্যের দিকেও ইঙ্গিত করেন অনেকে।খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি প্রায় দেড় বছর আগেই ভারতীয় একটি সাইটে আপলোড করা হয়েছে। মেয়েটি সাবিলার মতো কিছুটা দেখতে কিন্তু সাবিলা নয়।

সর্বশেষ খবর