মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

অস্ট্রেলিয়া মাতালো ‘সোলস’

শোবিজ প্রতিবেদক

অস্ট্রেলিয়া মাতালো ‘সোলস’

অস্ট্রেলিয়ায় স্টেজ পারফরম করছে ব্যান্ড দল সোলস

জনপ্রিয় ব্যান্ড দল ‘সোলস’ দেশের সীমানা পেরিয়ে বিদেশের স্টেজেও গান করে দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন। এবারের পয়লা বৈশাখ উপলক্ষে সুদূর অস্ট্রেলিয়ার দর্শকদের সুরের ঝঙ্কারে বিমোহিত করেছে রক ঘরানার এই ব্যান্ড দল। গত ১৬ এপ্রিল অস্ট্রেলিয়ার নিকোলসের লিউমেহ লজে একটি কনসার্টে গান পরিবেশন করে ‘সোলস’। এটি মূলত ‘ওল্ড রাজশাহী ক্যাডেটস অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া’র আয়োজনে একটি রি-ইউনিয়ন অনুষ্ঠান। ১৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিল তিন দিনব্যাপী এই আয়োজনের শেষ দিন অংশগ্রহণ করে ‘সোলস’। কনসার্টে সোলস তাদের জনপ্রিয় সব গান পরিবেশন করে। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় ‘সোলস’-এর এটিই প্রথম দলীয় কনসার্ট। এর আগে ব্যান্ডটির প্রধান ভোকাল পার্থ বড়ুয়া একাধিকবার অস্ট্রেলিয়ায় গান করেছেন।  ‘সোলস’-এর অস্ট্রেলিয়া মাতানো প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, দেশের বাইরে গিয়ে বাংলা গান করতে পারার মধ্যে অনেক ভালোলাগার একটা অনুভূতি কাজ করে। এর আগে আমি একা অস্ট্রেলিয়ায় গান করেছি। তবে, এবার পুরো দল দিয়ে দর্শকদের গান শোনাতে পেরে অনেক আনন্দিত। আগামী ২২ এপ্রিল দেশে ফেরার কথাও জানিয়েছেন পার্থ বড়ুয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর