বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শাকিবের পর কে?

আলাউদ্দীন মাজিদ

শাকিবের পর কে?

আরিফিন শুভ - বাপ্পী - সায়মন

শাকিব খানকে বলা হয় ঢালিউডের শীর্ষ নায়ক। ১৯৯৬ সালে তিনি চলচ্চিত্রে এলেও এই অঙ্গনে তার প্রতিষ্ঠা পেতে লেগেছে প্রায় এক দশক। ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ ছবিটি দিয়ে লাইম লাইটে চলে আসেন শাকিব। এরপর থেকে ঢালিউডে চলতে থাকে তার একচ্ছত্র আধিপত্য। তবে গত কয়েক বছর ধরে নানা কারণে তার ক্যারিয়ারে কিছুটা ভাটার টান শুরু হয়। নিজেকে টিকিয়ে রাখতে যৌথ আয়োজনের ছবি এবং কলকাতার একক ছবির প্রতিও ঝুঁকে পড়েন এই নায়ক। সম্প্রতি তার গোপন বিয়ে আর সন্তানের খবর ফাঁস হলে তার ক্যারিয়ার আবারও হুমকির মুখে পড়ে। এই অবস্থায় চলচ্চিত্রকার আর দর্শক এখন হিসাব কষছেন শাকিবের পর কে রাজত্ব করবেন ঢালিউডে।

চলচ্চিত্রকার ও দর্শকের মুখে ঘুরেফিরে তিনটি নামই এখন আসছে। আর তারা হলেন আরিফিন শুভ, সায়মন ও বাপ্পী। আরিফিন শুভ ইতিমধ্যে বড় ব্যানারের কয়েকটি ছবিতে কাজ করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো— তারকাঁটা, মুসাফির, কিস্তিমাত, নিয়তি, ধ্যাততেরিকা ইত্যাদি। ছবিগুলো দিয়ে উল্লেখ করার মতো সাড়া জাগাতে না পারলেও দর্শক আর নির্মাতা তাকে নিয়ে হতাশ নন। তাদের কথায় ভালো নির্মাতার হাতে পড়লে শাকিব খানের শূন্যতা পূর্ণ করতে পারবেন তিনি। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান বলেন, নায়ক হওয়ার জন্য যেসব গুণ আর বৈশিষ্ট্য থাকা দরকার শুভর মধ্যে তার প্রায় পুরোটাই আছে। এখন দরকার অভিনয়ের প্রতি তার একাগ্রতা। ২০১০ সালে ‘জি হুজুর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন সুপার হিরো হিরোইন ইভেন্টের প্রতিযোগী সায়মন। ইতিমধ্যে জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন’সহ বেশ কটি উল্লেখ করার মতো ছবি উপহার দিয়েছেন এই নায়ক। তার কাজ প্রশংসিতও হয়েছে। নির্মাতা-দর্শকের মতে ঢালিউডের শীর্ষে আসতে অভিনয়ের প্রতি তাকে আরও মনোযোগী হতে হবে। খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ বলেন, ঢালিউডে প্রতিষ্ঠা পেতে সায়মনকে অভিনয়ের প্রতি যত্নবান আর এ নিয়ে বিস্তর পড়াশোনা করতে হবে। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে বড় পর্দায় আসেন বাপ্পী। প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’ দিয়ে দর্শক নির্মাতার মনে আশার সঞ্চার করেন এই নায়ক। পরবর্তীতে বাচবিচার ছাড়া একাধারে ছবি করতে গিয়ে কাঙ্ক্ষিত সাফল্যের নাগাল পাননি তিনি। দর্শক নির্মাতার কথায় একই সঙ্গে ‘লাভার নাম্বার ওয়ান’ আর ‘লোফার নাম্বার ওয়ান’ মানে দুই রুচির ছবিতে কাজ করে নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্যের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন বাপ্পী। প্রখ্যাত নির্মাতা মতিন রহমানের কথায় ‘ক্যারিয়ারের শুরু থেকে নিজের লক্ষ্য ঠিক রাখতে না পারলে বড় পর্দায় নিজেকে দাঁড় করানো কঠিন হয়ে পড়ে। বাপ্পীর এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখা দরকার ছিল। তবে তার  সময় এখনো ফুরিয়ে যায়নি। বুঝেশুনে কাজ করলে হয়তো ঢালিউডে নিজের সেরা আসনটি তৈরি করে নিতে পারবে সে। এই তিন নায়কের বাইরে জাজের উপহার রোশান আর শিপনও কিন্তু দর্শক আগ্রহে রয়েছে। এরা অভিনয়ের প্রতি সত্যিকার অর্থে একাগ্রতা দেখাতে পারলে ঢালিউডের শীর্ষ পদ পাওয়া কঠিন কোনো ব্যাপার নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর