বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বিতর্কিত সনু নিগম

শোবিজ ডেস্ক

বিতর্কিত সনু নিগম

সম্প্রতি জনপ্রিয় গায়ক সনু নিগম বিতর্কে জড়িয়ে পড়েছেন। কয়েকদিন আগে সনু নিজস্ব টুইটারে লিখেছেন, প্রতিদিন ভোরে আজানের ‘কর্কশ’ শব্দের কারণে ঘুম ভেঙে যায় তার। এজন্য তিনি বিরক্ত হন। এখানেই থেমে থাকেননি। এরপর আরেকটি টুইটে তিনি বলেন, ‘মোহাম্মদের সময় তো বিদ্যুৎ ছিল না। এখন মাইক্রোফোনে আজানে সুর অনেক কর্কশ। সনু তার টুইটে আজানের ধ্বনিকে ‘জোর করে চাপিয়ে দেওয়া’ বলে উল্লেখ করেছেন। বলেন, ‘আমি মুসলিম নই, তবু রোজ আজানের শব্দে আমার ঘুম ভেঙে যায়। ধমের্র নামে এই জুলুম কবে বন্ধ হবে এ দেশে?’ সনুর বাড়িতে স্থানীয় মসজিদের মাইক থেকে ভেসে আসে আজানের শব্দ। অন্য একটি টুইটে সনু লিখেছেন, ‘আমার মনে হয় না কোনো মন্দির বা গুরুদের কেউই ইলেক্টিসিটি ব্যবহার করে মানুষের ঘুম ভাঙায়!’ জোর করে ধর্মীয় অনুশাসন মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন সনু নিগম। তিনি একে গুণ্ডাগিরি বলেও মন্তব্য করেছেন টুইটারে। স্বাভাবিকভাবে এমন মন্তব্যের পর তোপের মুখে পড়েছেন সনু। শুধু মুসলিম নয়, অমুসলিমরাও তার দিকে সমালোচনার তীর ছুড়ছেন। ইতিমধ্যে মাইক্রো ব্লগিং সাইটে সনুর এই টুইট সিরিজ ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর