বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আজ তারকানির্ভর ‘ধলেশ্বরী অপেরা’

শোবিজ প্রতিবেদক

আজ তারকানির্ভর ‘ধলেশ্বরী অপেরা’

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে তারকানির্ভর মঞ্চনাটক ‘ধলেশ্বরী অপেরা’র দ্বিতীয় মঞ্চায়ন। আগন্তুক রেপার্টরির এই নাটকটির রচনা ও নির্দেশনায় পান্থ শাহরিয়ার। সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে। অভিনয়ে পান্থ শাহরিয়ার, ত্রপা মজুমদার, শতাব্দী ওয়াদুদ, তানজুম আরা পল্লী, জাহাঙ্গীর আলম, তাহনীনা ইসলাম, রাশেদুল আউয়াল শাওন, পলাশ হেনড্রি সেন প্রমুখ। নাটকে দেখা যায়, যাত্রাপালার দলে শুরু হয় ম্যাকবেথ নাটকের মহড়া। এরইমধ্যে যাত্রাদলের নায়ক ‘মুরাদ জং’-এর সঙ্গে দ্বন্দ্ব বাধে অঘোরনাথের। মুরাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক নায়িকা ‘নয়নতারা’র। দুজনে মিলে হত্যা করেন অঘোরনাথকে। মুরাদ হন ধলেশ্বরী অপেরার প্রধান। এগিয়ে যায় গল্প। নির্দেশক পান্থ শাহরিয়ার বলেন, ‘কোনোভাবেই ধলেশ্বরী অপেরাকে ম্যাকবেথ ভাবার কারণ নেই। আমরা শুধু ম্যাকবেথ গল্পটা খুঁজতে চেয়েছি, অন্য কোনো গল্পের ভিতরে।’

সর্বশেষ খবর