Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২০ এপ্রিল, ২০১৭ ২৩:৩৪
ঢাকায় নাসিরুদ্দিন শাহ পরিবার
পান্থ আফজাল
ঢাকায় নাসিরুদ্দিন শাহ পরিবার

জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ, তার স্ত্রী অভিনেত্রী রত্না পাঠক শাহ ও কন্যা হিবা শাহ এখন ঢাকায়। প্রথমবারের মতো নাসিরুদ্দিন শাহ এবং তার পরিবার ঢাকার মঞ্চ আলোকিত করবেন। গতকাল দুপুর ১২টায় জেট এয়ারলাইনসের বিমানে করে ঢাকায় আসেন নাসিরুদ্দিন শাহ পরিবার এবং সহঅভিনয়শিল্পীরা। রাজধানীর একটি অভিজাত হোটেলে তারা অবস্থান করছেন। নাসিরুদ্দিন শাহকে সরাসরি দেখা যাবে মঞ্চনাটকে দ্যুতি ছড়াতে। রাজধানীর ইন্টারন্যাশনাল  কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রী মিলনায়তনে আজ সন্ধ্যায় ‘ইসমাত আপাকে নাম’ শিরোনামের নাটকে এই অভিনেতা তার স্ত্রী রত্না পাঠক শাহ এবং কন্যা হিবা শাহকে সঙ্গে নিয়ে মঞ্চ আলোকিত করবেন। নাসিরুদ্দিন শাহ নির্দেশিত এই নাটকটি ঢাকায় নিয়ে এসেছে ব্লুজ কমিউনিকেশনস। জানা গেছে, রাতে নাটক মঞ্চায়ন শেষে পরের দিন সকালে মুম্বাই ফিরে যাবেন। ‘ইসমাত আপাকে নাম’ নাসিরুদ্দিন শাহ নির্দেশিত ও অভিনীত এক অনন্য সৃষ্টি। নাটকে খ্যাতিমান লেখক ইসমাত চুঘতাইয়ের স্পষ্টবাদী ও বৈপ্লবিক লেখনীর মঞ্চরূপ দিয়েছেন তিনি। ‘চুই মুই’, ‘ঘরওয়ালি’ ও ‘মুঘল বাচ্চা’ গল্প তিনটির মধ্য দিয়ে তুলে ধরেছেন পুরুষনিয়ন্ত্রিত সমাজে নারী ও তার অস্তিত্ব রক্ষার ভিন্ন তিন কাহিনী। শিক্ষণীয় বার্তার পাশাপাশি এতে রয়েছে ব্যঙ্গ, হাস্যরস ও বুদ্ধিমত্তার ছটা।

এই পাতার আরো খবর
up-arrow