বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ঢাকার কাকাবাবু প্রসেনজিৎ

আলাউদ্দীন মাজিদ

ঢাকার কাকাবাবু প্রসেনজিৎ

প্রসেনজিৎ, ছবি-বাবন মুখার্জি

 টালিগঞ্জের বুম্বা-দা মানে প্রসেনজিৎ আবারও ঢাকার ছবিতে অভিনয় করবেন। ছবির শিরোনাম ‘ইয়েতির অভিযান’। ছবিটি পরিচালনা করবেন কলকাতার চিত্র পরিচালক সৃজিত মুখার্জি। ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস যৌথ আয়োজনে ছবিটি নির্মাণ করবে। এটি হবে জাজের সঙ্গে ভেঙ্কটেশের প্রথম কাজ। এর আগে আশির দশকে প্রসেনজিৎ প্রথমবার ঢাকার ছবিতে অভিনয় করেন। শাবানা ও প্রসেনজিতের যৌথ প্রযোজিত সেই ছবির নাম ছিল ‘আমি সেই মেয়ে’। এরপর ২০১০ সালে ‘মনের মানুষ’ এবং ২০১৬ সালে ‘শঙ্খচিল’ ছবিতেও অভিনয় করেন তিনি। আর এ বছরই চুক্তিবদ্ধ হন নায়ক আলমগীরের নির্মিতব্য ‘একটি সিনেমার গল্প’ ছবিতে। এ ছবিটিও প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। সৃজিতের এবারের ‘ইয়েতির অভিযান’ ছবির গল্প নেওয়া হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ গল্পের তৃতীয় সিরিজ ‘পাহাড় চূড়ার আতঙ্ক’ থেকে। এর আগে এই লেখকের ‘কাকাবাবু’ সিরিজের ‘মিসর রহস্য’ অবলম্বনে প্রথম ছবিটি নির্মাণ হয় ২০১৩ সালে। এতে ‘কাকাবাবু’র চরিত্রে অভিনয় করেন প্রসেনজিৎ। এবারের ছবিতেও একই চরিত্রে কাজ করবেন তিনি। প্রসেনজিৎ বলেন, বাংলাদেশ আমার প্রাণের দেশ। দুই বাংলার মধ্যে আশা আর ভাষার দিক দিয়ে তেমন কোনো অমিল খুঁজে পাই না। এর আগেও যৌথ আয়োজনে ঢাকার ছবিতে কাজ করেছি। এবার কলকাতার অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ আর ঢাকার শীর্ষ প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার যৌথ ব্যানারে কাজ করতে যাচ্ছি। জাজের কর্ণধার আবদুল আজিজ ভাইয়ের সঙ্গে আলাপ করে বুঝতে পারলাম তিনি সময়কে ধরে রেখে ছবি নির্মাণে এগুতে চান। মানে সময়োপযোগী কনসেপ্টই তার পছন্দ। তার মনন আর বুনন আমার মনে ধরেছে। তাই ছবিটিতে কাজ করতে আগ্রহ বেড়েছে। শিগগিরই দুই বাংলার দর্শকের সামনে ছবিটি নিয়ে হাজির হব। এদিকে, এস কে মুভিজের পর ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে কাজ করা প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, যৌথ আয়োজনে কলকাতার বড় প্রযোজনা সংস্থাগুলোর সঙ্গে কাজ করার একমাত্র লক্ষ্য হলো বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে বাঁচানো, সিনেমা হলগুলোকে বন্ধের হাত থেকে রক্ষা করা। এজন্য এমন প্রোগ্রাম সাজাতে চাই যাতে আমার এই লক্ষ্য পূরণ হয়। দেশীয় চলচ্চিত্র শিল্প আবার ঘুরে দাঁড়াতে পারে। এই শিল্পের উন্নয়নে আমার প্রচেষ্টা হবে নিরলস।

মে মাস থেকে ছবির শুটিং শুরু হবে। বাংলাদেশ, ভারত, নেপাল ও সুইজারল্যান্ডে ছবিটির শুটিং হবে।

এ ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ফেরদৌস ও বিদ্যা সিনহা মিম।

সর্বশেষ খবর