বুধবার, ১০ মে, ২০১৭ ০০:০০ টা

ফারিয়া প্রেমার ‘অনেক দিনের পরে জানো?’

শোবিজ প্রতিবেদক

ফারিয়া প্রেমার ‘অনেক দিনের পরে জানো?’

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল কণ্ঠশিল্পী ফারিয়া প্রেমার প্রথম একক সংগীত অ্যালবাম ‘অনেক দিনের পরে জানো?’ এর মোড়ক উন্মোচন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউল সফি মণ্ডল, কবি আসাদ চৌধুরী, জোস বক্সের হেড অব অপারেসন্স ফাহাদ মোহাম্মদ খান, বীর বিক্রম জাফর ইমাম, সংগীত শিল্পী সন্ধি, পিন্টু ঘোষ, আজব রেকর্ডসের কর্ণধার জয় শাহরিয়ার সহশিল্পীর বাবা বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউনটেন্ট এ কে চৌধুরী এবং মা মারিয়াম এন চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুটি মিউজিক ভিডিওর প্রদর্শনীও হয়েছে। ফারিয়া প্রেমা একজন কবি, উপন্যাসিক, সংগীতশিল্পী এবং গীতিকার। অ্যালবামের নয়টি গানের পাঁচটির কথা তার লেখা। সুর ও সংগীতায়োজন করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আবির মান্নান রুপম। গানগুলোর রেকর্ডিং হয়েছে যুক্তরাষ্ট্র এবং ভারতে। বাকি চারটি গানের একটি লিখেছেন প্রয়াত সুমিত। আর রয়েছে তিনটি কাভার গান। অ্যালবামটির সিডি বাজারে আনছে আজব রেকর্ডস। এ ছাড়াও আইটিউন্স, আমাজন, স্পটিফাই ইত্যাদি অনলাইন মিউজিক শপসহ মোবাইল ফোনগুলোর মিউজিক অ্যাপেও অ্যালবামটি পাওয়া যাচ্ছে।

সর্বশেষ খবর