মঙ্গলবার, ১৬ মে, ২০১৭ ০০:০০ টা

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নদীকাব্য’

শোবিজ প্রতিবেদক

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নদীকাব্য’

নারীর ক্ষমতা, সংগ্রাম এবং অশুভ শক্তির কাছে মাথা নত না করার গল্প নিয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নদীকাব্য। যমুনা পাড়ের জেলে পল্লীর সদ্য স্বামীহারা রেজিনার জীবন সংগ্রাম ফুটে উঠেছে এই গল্পে। একজন নারীর সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই, তার জীবনের প্রেম এবং মিথ্যা অপবাদের কাব্যই এই ছবির মূল প্রতিপাদ্য। এখানে রেজিনা চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অর্থায়নে, ডিজিটাল ফিল্ম মেকিং কোর্সের শেষে ২৫ জন অংশগ্রহণকারী শিক্ষানবিস পরিচালক  মোহাম্মাদ হোসেন জেমির সহকারী হিসেবে কাজ করলেন চলচ্চিত্র-নদী কাব্য’ এ। এই ছবিতে আরও অভিনয় করেছেন আমান রেজা, আমির সিরাজী, রেহানা জলি, কিনা, মানিকগঞ্জের শিবালয় থানার দক্ষিণ তেওতা গ্রামের অনেক নারী-পুরুষ এবং পিদিম থিয়েটারের বেশ কিছু কিশোর-কিশোরী। ফিল্ম মেকিং কোর্সের শিক্ষার্থী সুফিয়া খাতুন, চিত্রনাট্য ও সংলাপে এটি পরিচালনা করেছেন মোহাম্মদ হোসেন জেমী। গত ৬ মে শনিবার দক্ষিণ তেওতা গ্রামের শতাধিক লোকের উপস্থিতিতে কেক কেটে নদীকাব্য ছবির মহরত ঘোষণা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মো. রফিকুজ্জামান।

সর্বশেষ খবর