বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭ ০০:০০ টা

শেষ হচ্ছে শম্ভু আচার্য্যের চিত্র প্রদর্শনী

শোবিজ প্রতিবেদক

শেষ হচ্ছে শম্ভু আচার্য্যের চিত্র প্রদর্শনী

ধানমন্ডির ৬ নম্বর সড়কে চিত্রক গ্যালারিতে চলছে দেশের খ্যাতিমান পটশিল্পী শম্ভু আচার্য্যের একক চিত্র প্রদর্শনী ‘পটকাব্য পরম্পরা’। বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশানস্-এর ২৫ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন হয় ১২ মে। চলবে আগামী ১৯ মে শুক্রবার পর্যন্ত। নবম প্রজন্মের এই শিল্পী তাদের বিশেষ ঘরানার গাজীর পট থেকে শুরু করে রাধা-কৃষ্ণ, বাউল, বৈষ্ণব, গ্রামীণ জীবনে নারী, বাংলার প্রকৃতি ইত্যাদি নানা বিষয়ে ৪১টি ছবি এঁকেছেন এই প্রদর্শনীর জন্য। তার কাজের বৈশিষ্ট্য হচ্ছে ক্যানভাস, রং— সব দেশজ উপকরণ থেকে হাতে তৈরি করেন। প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মনজুর এলাহী। বিশেষ অতিথি ছিলেন খ্যাতিমান শিল্পী রফিকুন নবী ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। স্বাগত ভাষণ দেন এক্সপ্রেশানস্-এর ম্যানেজিং ডিরেক্টর রামেন্দু মজুমদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রপা মজুমদার। শেষ দিন শুক্রবার বিকাল ৫টায় প্রদর্শনীস্থলে অনুষ্ঠিত হবে গাজীর গান।

সর্বশেষ খবর