রবিবার, ২১ মে, ২০১৭ ০০:০০ টা

আসামের ভাষা শহীদদের স্মরণে ‘জলের গান’

শোবিজ প্রতিবেদক

 আসামের ‘ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি’ মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বছর বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল আসামের ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে অংশ নিচ্ছে। এই দলটিতে রয়েছে বাংলাদেশের ভিন্ন ধারার গানের দল জলের গান। এ ছাড়া উদীচীর শিল্পীরা আসামের অনুষ্ঠানে অংশ নেবে। গত ১৮ মে রাতে ভারতে রওনা হয় জলের গানের সদস্যরা। দলটির অন্যতম সদস্য সাইফুল জার্নাল বলেন, ‘সাম্রাজ্যবাদী আগ্রাসনে পৃথিবীর সব জাতিগোষ্ঠী একটা ভয়ঙ্কর অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে। প্রতিদিন বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক জাতিগোষ্ঠীর মাতৃভাষা। সেখানে মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস নতুন করে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে প্রেরণা জোগাবে। বাঙালিরা মাতৃভাষার জন্য জীবন দিয়েছে। আসামের মানুষও মাতৃভাষার জন্য জীবন দিয়েছে। দুই অঞ্চলের মানুষের এই আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতেই গাইবে জলের গান।’

সর্বশেষ খবর