বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

‘মিশার আছে অনুশাসন জায়েদের প্রশাসন’

শোবিজ প্রতিবেদক

‘মিশার আছে অনুশাসন জায়েদের প্রশাসন’

শিল্পী সমিতির নির্বাচনের আগে করা এক মন্তব্যের কারণে নতুন করে আলোচনায় উঠে এসেছেন শিল্পী সমিতির নির্বাচনে জয়ী সাধারণ সম্পাদক জায়েদ খান। গত ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগের দিন রাতে ঢাকার মগবাজারের একটি হোটেলে নিজের প্যানেলের সদস্যদের নিয়ে আয়োজিত নৈশভোজ সভায় জায়েদ খান বলেন, ‘মিশা সওদাগরের মতো একজন যোগ্য বলিষ্ঠ প্রেসিডেন্ট আমার দরকার, যার আছে অনুশাসন আর আমার আছে প্রশাসন’। এমন মন্তব্যের অডিও গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করছেন, প্রশাসনিক ক্ষমতা বলতে জায়েদ আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে বুঝিয়েছেন। এর আগে নজিরবিহীন পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল বিতর্কের পর আপিল হয়। আপিলের পর ফলাফল আংশিক পাল্টেও যায়। পরে রমিজউদ্দিন নামে একজনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ক্ষমতা হস্তান্তরের নিষেধাজ্ঞা থাকলেও নতুন কমিটি শপথ গ্রহণ করে। তবে নিজের বক্তব্যের ব্যাখ্যায় প্রশাসন বলতে পুলিশ প্রশাসনের কথা বলা হয়নি বলে দাবি করেন জায়েদ খান। তিনি বলেন, প্রশাসন বলতে আমি বুঝিয়েছি, সমিতি চালানোর জন্য আমাদের নিজেদের যে প্রশাসনিক ক্ষমতা আছে সেটাকে। আমি অন্যকিছু মনে করে এ কথা বলিনি। আর অনুশাসন বলতে মিশা ভাই আমার সিনিয়র, তিনি আমাকে শাসন করবেন।’       

সর্বশেষ খবর