বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

হিমি-শুভর বেদনার প্রতিদান

শোবিজ প্রতিবেদক

ছোট বেলায় মা-বাবা হারিয়ে অসহায় জীবনযাপন করে হিমি। অবশেষে আশ্রয় নেয় মামা-মামীর সংসারে। প্রথমদিকে ভালোই চলছিল। কিন্তু মামীর অত্যাচার ও বখাটের কুনজরে বাড়ি ছাড়তে হয় বেদৌরাকে। আশ্রয় হয় দারাদের বাড়িতে। কিন্তু সেখানেও সুখ বেশি দিন স্থায়ী হয় না, হুট করেই মৃত্যু হয় দারার মায়ের। এদিকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দারা চলে যায় যুদ্ধে। এদিকে বেদৌরা হয়ে যায় একা। এই সুযোগ নেয় বখাটে সাইফুল মুলক। শেষ পর্যন্ত বেদৌরার কী হবে? এ প্রশ্নের উত্তর মিলবে চ্যানেল আইয়ের পর্দায় আজ বিকাল ৩টা ৫ মিনিটে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে ‘বেদনার প্রতিদান’ টেলিফিল্মটি নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু। নাট্যরূপ দিয়েছেন গীতালি হাসান। এ টেলিফিল্মে বেদৌরার চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি ও দারার চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার শুভ। এই নাটকের মধ্য দিয়ে দীর্ঘদিন পর টিভি নাটকে আসছেন এই অভিনেতা। এ প্রসঙ্গে শাহরিয়ার শুভ বলেন, ‘এটি আমার পছন্দের একটি নাটক। আশা করছি ভালো লাগবে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শিরিন আলম, হান্নান শেলী, মাহবুবা রেজানুর প্রমুখ।

সর্বশেষ খবর