শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

ওরা ১১ জন সম্মাননা

শোবিজ প্রতিবেদক

স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ওরা ১১ জন ছবির শিল্পী-কলাকুশলীদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। গতকাল এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে বসে ওরা ১১ জনের সম্মাননা আসর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সম্মাননা গ্রহণ করেন এ ছবির প্রযোজক সোহেল রানা, পরিচালক প্রয়াত চাষী নজরুল ইসলামের সহধর্মিণী জ্যোত্স্না কাজী, অভিনেতা কাজী ফিরোজ রশীদ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, অভিনেত্রী নূতন, অভিনেত্রী মিরানা জামান, অভিনেতা হাসান ইমাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুশফিকুর রহমান গুলজার এবং বিশেষ অতিথি ছিলেন প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান, চলচ্চিত্রকার আবদুল লতিফ বাচ্চু, চলচ্চিত্রকার সাইদুর রহমান, গীতিকার কাজী আজিজ, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান, প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম খসরু এবং এফডিসির এমডি তপন কুমার ঘোষ। অনুষ্ঠান উপস্থাপনা করেন চিত্রপরিচালক মোহাম্মদ হোসেন জেমী। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘ওরা ১১ জন ছবিটি স্বাধীনটা যুদ্ধের ৩০ লাখ শহীদ এবং দুই লাখ নির্যাতিতা নারীর বলিষ্ঠ চিত্র। এই প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।’ পরে মন্ত্রী ওরা ১১ জন ছবির শিল্পী-কলাকুশলীদের হাতে সম্মাননা তুলে দেন। উল্লেখ্য, অনুষ্ঠানে ওরা ১১ জনের প্রধান তিন শিল্পী খসরু, নায়করাজ রাজ্জাক এবং শাবানা অনুপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর