সোমবার, ২৯ মে, ২০১৭ ০০:০০ টা

‘রঙতুলি ও নীল ভালোবাসা’র গল্প

শোবিজ প্রতিবেদক

‘রঙতুলি ও নীল ভালোবাসা’র গল্প

স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা সৈয়দ হাসান ইমাম, কিংবদন্তি অভিনেত্রী শর্মিলী আহমেদ, ছোটপর্দার নন্দিত অভিনেতা অপূর্ব, তারকাভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তরুণ অভিনেতা এফ এম জনি একসঙ্গে একটি ঈদের টেলিফিল্মে অভিনয় করেছেন। গত সপ্তাহে টেলিফিল্মটির কাজ শেষ হয়েছে। টেলিফিল্মের নাম ‘রঙতুলি ও নীল ভালোবাসা’। এটি রচনা করেছেন সেজান নূর এবং নির্মাণ করেছেন বি ইউ শুভ। এতে অপূর্বর বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন হাসান ইমাম ও শর্মিলী আহমেদ। অন্যদিকে অপূর্ব ও এফ এম জনির বিপরীতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। টেলিফিল্মটির গল্পে নতুনত্ব আছে বলে জানালেন নির্মাতা বি ইউ শুভ। এতে অভিনয় প্রসঙ্গে সৈয়দ হাসান ইমাম বলেন, ‘এখন তো আসলে টেলিফিল্মের গল্পে খুব বেশি মনোযোগ দেওয়া হয় না। আবার সিনিয়র অভিনয়শিল্পীদের উপস্থিতিও থাকে না। কিন্তু শুভর মধ্যে এই গুণটা আছে, সে সিনিয়র তারকাদের সম্পৃক্ত করে।’ শর্মিলী আহমেদ বলেন, ‘বেশ ভালো একটি গল্পের টেলিফিল্ম এটি। দর্শকের ভালো লাগবে।’

সর্বশেষ খবর