সোমবার, ২৯ মে, ২০১৭ ০০:০০ টা

মানিকের এক গানে ছয় ভাষা

শোবিজ প্রতিবেদক

মানিকের এক গানে ছয় ভাষা

ভিন্ন ভিন্ন ভাষা ও সুরের ছয়টি অন্তরা নিয়ে একটি গান তৈরি করেছেন কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিক। Don’t loose Hope শিরোনামের এ গানটিতে বাংলা, ইংরেজি, আরবি, ফারসি, হিন্দি ও উর্দুসহ মোট ছয়টি ভাষার প্রয়োগ করা হয়েছে। বাংলা ও ইংরেজি কথা লেখার পাশাপাশি পুরো গানের সুর করেছেন শিল্পী নিজেই।  ফারসি ও উর্দু কথাগুলো কবি ইকবালের কবিতা থেকে নেওয়া। আর আরবি অংশটুকুর গীতিকার আকমল হোসেইন এবং হিন্দি কথামালা লিখেছেন হামিদুন নেসা পাপড়ি। সংগীতায়োজনে জি এস তুহিন। গানটির একটি গল্পভিত্তিক ভিডিও তৈরি হয়েছে। ভিডিওতে অভিনয় করেছেন তরুণ মডেল আমির পারভেজ ও শিশুশিল্পী অনু। গানটি একযোগে ছয়টি দেশের টিভি চ্যানেলে প্রচার হবে। পাশাপাশি প্রকাশ পাবে ইউটিউব চ্যানেলেও। এর আগে শিল্পী, সাংবাদিক ও লেখক আমিরুল মোমেনীন মানিক নচিকেতার সঙ্গে দ্বৈত গান করে আলোচিত হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর