বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭ ০০:০০ টা

রিয়েলিটি শো ‘রূপান্তর’

শোবিজ প্রতিবেদক

রিয়েলিটি শো ‘রূপান্তর’

নিউজ টোয়েন্টিফোর আয়োজন করতে যাচ্ছে প্রথমবারের মতো স্বল্পমেয়াদি রিয়েলিটি শো ‘রূপান্তর’। শত শত মেয়ের মধ্য থেকে বাছাই করে বিশ্ববিদ্যালয়ের ৩০ জন মেয়েকে নিয়ে এই রিয়েলিটি শো। সামিয়া রহমানের পরিকল্পনা ও প্রযোজনায় রূপান্তরের বিচারক হিসেবে থাকছেন পারসোনার স্বত্বাধিকারী কানিজ আলমাস এবং বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা আর সঙ্গে থাকছেন সামিয়া রহমান। রূপান্তরের মূল থিমটি গড়ে উঠেছে আত্মবিশ্বাসী নারীর সন্ধানে।

বিচারকদের মতে পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি মানুষ অসাধারণ। প্রতিটি মানুষের প্রতিভা আছে, দক্ষতা আছে, মেধা আছে, জ্ঞান আছে, বিবেকবোধ মনুষ্যত্ব আছে। কিন্তু সুযোগের অভাব, প্রয়োজনীয় শিক্ষা, পরিবেশ, সামর্থ্য বা সাহচর্যের অভাবে মানুষ তার ভিতরের ক্ষমতাকে চিনতে পারে না। প্রতিভা প্রকাশ বা বিকাশের জন্য দীর্ঘমেয়াদি সময় প্রয়োজন নেই, শুধু দরকার পারিপার্শ্বিক সহযোগিতা। শুধু মেয়েদের বেছে নেওয়ার কারণ হলো নারী এই সমাজের অনগ্রসর জনগোষ্ঠী। আর প্রতিভা বিকাশ বা প্রকাশের সুবিধা বা সুযোগ তারা সবচেয়ে কম পেয়ে থাকে। সমাজের প্রতিষ্ঠিত গণমান্য ব্যক্তিরা বাছাই করা ৩০ জন মেয়ের সঙ্গে ৭ দিন থেকে তাদের উৎসাহ দিয়ে, গ্রুমিং করে তাদের ভিতরের ক্ষমতাকে বিকাশের চেষ্টা করবেন। চেষ্টা করবেন সাধারণ থেকে অসাধারণে রূপান্তরের। তবে এই রূপান্তরের প্রক্রিয়া নির্ধারিত হবে বিভিন্ন কুইজ, গেম শো ও টাস্কের মধ্য দিয়ে। ৭ দিন তাদের গ্রুমিং সেশন হলেও টেলিভিশনে পাঁচদিনব্যাপী এই অনুষ্ঠান প্রচারিত হবে। শেষ দিন গ্র্যান্ড ফিনালেতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩০ জন ছাত্রী থেকে যারা নিজেদের কোনো না কোনো ক্ষমতাকে বিকাশ করতে পারবেন সেখান থেকে তিনজন সফল রূপান্তরিত মেয়েকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসেবে বাছাই করা হবে। তাদের জন্য থাকবে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সফল রূপান্তরের জন্য হোটেলসহ ঢাকা-কুয়ালালামপুর টিকিট, কুইন পার্ল হাউসের সোনার গহনার সেট, মিনিস্টারের পক্ষ থেকে ফ্রিজ, টেলিভিশন, এলইডি টিভি, রাইস কুকার, ব্লেন্ডার, পারসোনার তিন মাসের ফ্রি সার্ভিস, প্রথম পাঁচজনকে ভৈসাভির শাড়ি, ফ্যাশন হাউস বিশ্বরঙের পক্ষ থেকে প্রথম পাঁচজনকে শাড়ি, গ্রামীণ ইউনিক্লোর পক্ষ থেকে ড্রেস আরও কত কি। রূপান্তর প্রচার হবে রাত ৯টায় ঈদের দিন থেকে পাঁচ দিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর