সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা

আজ ‘রূপান্তর’-এর গ্র্যান্ড ফিনালে

শোবিজ প্রতিবেদক

আজ ‘রূপান্তর’-এর গ্র্যান্ড ফিনালে

বাঁ থেকে কানিজ আলমাস, সামিয়া রহমান ও বিপ্লব সাহা

নিউজ টোয়েন্টিফোর প্রথমবারের মতো আয়োজন করেছে স্বল্পমেয়াদি রিয়েলিটি শো ‘রূপান্তর’। শত শত মেয়ের মধ্য থেকে বাছাই করে বিশ্ববিদ্যালয়ের ৩০ জন মেয়েকে নিয়ে শুরু হয়েছিল এই রিয়েলিটি শো। সামিয়া রহমানের পরিকল্পনা ও প্রযোজনায় রূপান্তরের আজ গ্র্যান্ড ফিনালে। এতে বিচারক হিসেবে থাকছেন পারসোনার স্বত্বাধিকারী কানিজ আলমাস এবং বিশ্বরঙ-এর স্বত্বাধিকারী বিপ্লব সাহা ও সামিয়া রহমান। সমাজের প্রতিষ্ঠিত গণ্যমান্য ব্যক্তিরা বাছাই করা ৩০ জন মেয়ের সঙ্গে ৭ দিন থেকে তাদের উৎসাহ দিয়ে, গ্রুমিং করে তাদের ভিতরের ক্ষমতাকে বের করে আনতে চেষ্টা করছেন। ৭ দিন তাদের গ্রুমিং সেশন হলেও টেলিভিশনে পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠান প্রচার হবে। আজ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩০ জন ছাত্রী থেকে যারা নিজেদের কোনো না কোনো ক্ষমতাকে বিকাশ করতে পেরেছেন, সেখান থেকে তিনজন সফল রূপান্তরিত মেয়েকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসেবে বাছাই করা হবে। তাদের জন্য থাকবে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।

পুরস্কার হিসেবে থাকছে—কুইন পার্ল হাউসের পক্ষ থেকে পাঁচ হাজার টাকার সোনার গয়নার সেট, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সফল রূপান্তরের জন্য এয়ার এশিয়ার পক্ষ থেকে হোটেলসহ ঢাকা-কুয়ালালামপুর টিকিট, প্রথম পাঁচজনকে ভৈসাভির পক্ষ থেকে ১৫ হাজার টাকা দামের শাড়ি। প্রথম তিনজনকে পারসোনার পক্ষ থেকে তিন মাসের ফ্রি সার্ভিস। মিনিস্টারের পক্ষ থেকে প্রথম পাঁচজনকে ফ্রিজ, টেলিভিশন, এলইডি টিভি, রাইস কুকার, ব্লেন্ডার। ফ্যাশন হাউস বিশ্বরঙ-এর পক্ষ থেকে প্রথম পাঁচজনকে শাড়ি, গ্রামীণ ইউনিক্লোর পক্ষ থেকে ড্রেস। রূপান্তর প্রচার হবে রাত ৯টায় ঈদের দিন থেকে পাঁচ দিন।

 

সর্বশেষ খবর