শিরোনাম
মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা

ইত্যাদিতে অর্ধশতাধিক বিদেশি

শোবিজ প্রতিবেদক

ইত্যাদিতে অর্ধশতাধিক বিদেশি

স্টুডিওর চার দেয়াল থেকে টিভি অনুষ্ঠানকে বের করে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ইত্যাদি দেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার সঙ্গে সঙ্গে বিদেশি নাগরিকদের দিয়ে লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে উপস্থাপন করে। বিদেশিদের দিয়ে তাদের ভাষায় অর্থাৎ ‘ইংরেজি’র বদলে বাংলা ভাষায় গ্রামের সহজ-সরল মানুষের চরিত্রে অভিনয় করিয়ে তুলে ধরেন আমাদের লোকজ সংস্কৃতি। ইত্যাদির চরিত্রানুযায়ী বিদেশিদের দিয়ে করানো নানা ঘটনার পরিসমাপ্তি ঘটে চমৎকার একটি মেসেজের মাধ্যমে।

প্রতিবছর দর্শকরা যেমন এই পর্বটির জন্য অপেক্ষায় থাকেন, তেমনি ঢাকায় বসবাসরত বিদেশিরাও অপেক্ষা করতে থাকেন কখন তাদের ডাক পড়বে ইত্যাদি থেকে। তাই ঢাকায় বসবাস করা বিদেশিদের কাছে হানিফ সংকেত ও ইত্যাদি দুটি জনপ্রিয় নাম। বাংলা ভাষা না বুঝলেও এই পর্বটি তাদের কাছে অত্যন্ত প্রিয়। তাদের প্রিয় এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য নিজেরাই তৈরি করেন ইত্যাদি বিদেশি টিম-২০১৭। এবারের পর্বে অংশগ্রহণ করেছেন পৃথিবীর নানা দেশের ৬০ জন নাগরিক। এবারের বিদেশি পর্বে একটি চমৎকার স্লোগান উঠে এসেছে, তা হচ্ছে- ‘যৌতুক নেওয়া মহাপাপ-যৌতুক সমাজের অভিশাপ’। ইত্যাদি প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসেমটিকস্ লিমিটেড।

সর্বশেষ খবর