বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭ ০০:০০ টা

হামলার শিকার সেন্সর বোর্ড সদস্য নওশাদ

নিজস্ব প্রতিবেদক

হামলার শিকার সেন্সর বোর্ড সদস্য নওশাদ

হামলা থেকে ইফতেখার নওশাদকে উদ্ধার করছে পুলিশ

রাজধানীর ইস্কাটনে বোরাক টাওয়ারের সামনে হামলার শিকার হয়েছেন সেন্সর বোর্ড সদস্য, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। গতকাল দুপুরে যৌথ প্রযোজনার চলচ্চিত্র মুক্তির বিরুদ্ধে আন্দোলনরতরা হঠাৎ তার ওপর চড়াও হন। গুরুতর আহত নওশাদকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গত রাত ৮টা পর্যন্ত হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ায় দুটি মামলার প্রস্তুতি চলছিল। জানা গেছে, যৌথ প্রযোজনার চলচ্চিত্র মুক্তির ক্ষেত্রে নিয়ম না মানার অভিযোগ তুলে ‘নবাব’ ও ‘বস টু’ ছবি দুটির মুক্তি ঠেকাতে আন্দোলনে নামে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৬টি সংগঠন। তারা গতকাল দুপুরে সেন্সর বোর্ড ঘেরাও করে। অন্যদিকে, গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে দর্শক ফোরাম ও হল মালিক সমিতির ব্যানারে যৌথ প্রযোজনার পক্ষে ও মুক্তির দাবিতে বিক্ষোভ হয়। ঈদ উপলক্ষে মুক্তির জন্য গতকাল সকাল থেকে ‘নবাব’ ও ‘বস টু’ ছবির রিভিউর কাজ চলছিল সেন্সর বোর্ডে। এ কারণে সকাল থেকে একে একে সেন্সর বোর্ডের সদস্যরা বোর্ড কার্যালয়ে উপস্থিত হচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে ইফতেখার উদ্দিন নওশাদ ইস্কাটনে বোরাক টাওয়ারে প্রবেশের চেষ্টা করলে তাকে ঢুকতে বাধা দেন আন্দোলনকারীরা। একপর্যায়ে তাকে টেনে-হিঁচড়ে রাস্তায় নিয়ে বেধড়ক পেটাতে থাকে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে নওশাদকে উদ্ধার করে সেন্সর বোর্ড অফিসে নিয়ে যায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সেন্সর বোর্ড সদস্য সাংবাদিক শাবান মাহমুদ, অভিনেত্রী রোকেয়া রফিক বেবী, প্রযোজক নূর হোসেন দিলু, কবি জাহিদুল হক, সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন। পর্যায়ক্রমে বাকি সদস্যদের উপস্থিত হয়ে নবাব ও বস টু ছবির রিভিউ দেখার কথা ছিল বোর্ড অফিসে। তবে হামলার ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতার কথা ভেবে অনেক সদস্য সেন্সর বোর্ড অফিসে উপস্থিত হননি। নওশাদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও বুকিং এজেন্ট সমিতিসহ আরও অনেকে। আহত ইফতেখার নওশাদ বলেন, ‘আমি কখনো ভাবিনি এমনটা ঘটবে। আমি সেন্সর বোর্ডের সামনে আসার পর রিয়াজ আমাকে ডেকে নেয়। তখনই সবাই দালাল বলে চিৎকার শুরু করে। পুলিশের সামনেই চিত্রনায়ক রিয়াজ, জায়েদ খান, খলনায়ক মিশা সওদাগর, পরিচালক খোরশেদ আলম খসরুসহ কিছু দুর্বৃত্ত আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। রাস্তায় ফেলে আমাকে মারধর করে। আমার জামা-কাপড় ছিঁড়ে গেছে। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’ পুলিশ নিষ্ক্রিয় থাকার বিষয়টি অস্বীকার করে রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, পুলিশই নওশাদ সাহেবকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে। বোরাক টাওয়ারসহ আশপাশ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করেন তিনি।

সর্বশেষ খবর