শুক্রবার, ২৩ জুন, ২০১৭ ০০:০০ টা

ঈদে তিন ছবি

আলাউদ্দীন মাজিদ

ঈদে তিন ছবি

উপরে নবাব, নিচে বস টু ও রাজনীতি ছবির দৃশ্য

এমন ঘটনা আগে কখনো ঘটেনি। ঈদের ছবি মুক্তি নিয়ে এই প্রথমবারের মতো চলচ্চিত্রাঙ্গন ছিল উত্তাল। যৌথ প্রযোজনার দুটি ছবিকে ঘিরে আপত্তি ছিল চলচ্চিত্রজগতের একাংশের আর এসব ছবি মুক্তি না পেলে সিনেমা হল বন্ধ করে দেওয়ার হুমকি ছিল অন্য অংশের। এ নিয়ে অবস্থান র্ধমঘট, রাজপথে মিছিল, স্লোগান, ঘেরাও, হামলার মতো ঘটনা আর কোনো ঈদে ঘটেনি। শেষ পর্যন্ত সব প্রতিকূলতা ডিঙিয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে বাধার মুখে পড়া ‘বস টু’ আর ‘নবাব’ ছবি দুটি। বুধবার এ ছবিগুলো আনকার্ট সেন্সর ছাড়পত্র লাভ করে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত যৌথ প্রযোজনার ‘বস টু’ ছবিতে অভিনয় করেছেন কলকাতার জিৎ আর বাংলাদেশের নুসরাত ফারিয়া। ‘নবাব’ ছবির নাম ভূমিকায় আছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তার বিপরীতে রয়েছেন কলকাতার শুভশ্রী।

 অন্যদিকে আরেকটি ছবি ঈদে আসছে। এটি হচ্ছে বুলবুল বিশ্বাস পরিচালিত শাকিব-অপু অভিনীত ‘রাজনীতি’।

চলচ্চিত্র প্রযোজক সমিতির কর্মকর্তা সৌমেন্দ্র বাবু জানান, আরও দুটি ছবি ঈদের জন্য আবেদন করেছে। এগুলো হলো আবু সাইয়িদ পরিচালিত ‘ড্রেসিং টেবিল’ এবং ইমপ্রেস টেলিফিল্মের ‘গ্রাস’। প্রদর্শক সমিতির কথায় এ পর্যন্ত আসন্ন ঈদে সিনেমা হলে প্রদর্শনের জন্য ‘রাজনীতি’, ‘বস টু’ আর ‘নবাব’ চূড়ান্ত বলা যায়। শুক্রবার থেকে যেহেতু ছুটি শুরু হচ্ছে সেই হিসেবে আর কোনো ছবি ঈদে আসার সম্ভাবনা নেই বলা যেতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর