শনিবার, ২৪ জুন, ২০১৭ ০০:০০ টা

নির্বাচিত ঈদ বিনোদন

নির্বাচিত ঈদ বিনোদন

ঈদ মানেই চ্যানেলে চ্যানেলে বর্ণাঢ্য অনুষ্ঠান। প্রতিটি চ্যানেল ঈদ উপলক্ষে সাজিয়েছে তাদের অনুষ্ঠানের ডালি। বেশির ভাগ চ্যানেলই সাত দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র, সংগীতানুষ্ঠানসহ রয়েছে অন্যান্য আয়োজনও। তবে এত এত অনুষ্ঠানের ভিড়ে ভালো আয়োজন খুঁজে পাওয়া মুশকিল। আর তাই দর্শকদের সুবিধার্থে শোবিজ প্রকাশ করছে নির্বাচিত অনুষ্ঠানের হাইলাইটস। এ আয়োজনের প্রথম পর্বে আজ থাকছে ম্যাগাজিন অনুষ্ঠান, মিউজিক্যাল শো, টিভিতে সিনেমা এবং সেলিব্রেটি শো।

 

জমজমাট ইত্যাদি

প্রতিবারের মতোই বিষয় বৈচিত্র্যে ঠাসা এবারের ইত্যাদি। শুধু বিনোদনই নয়, বিনোদনের মাধ্যমে শিক্ষা, এ কথাটি কেবল ইত্যাদির ক্ষেত্রেই প্রযোজ্য। প্রতিবারের মতো এবারের ঈদের ইত্যাদিতেও রয়েছে একটি চমৎকার শিক্ষা ও সচেতনতামূলক নাট্যাংশ। ইত্যাদিতে অনেক বড় বড় গল্প, ছায়াছবি ছোট্ট পরিসরে চমৎকারভাবে ইতিপূর্বে দেখানো হয়েছে। তার ব্যতিক্রম হবে না এবারের ইত্যাদিতেও। এ ছাড়া রয়েছে আরও নানা চমক।  

গত ২৩ মে প্রায় ৫ হাজার দর্শকের উপস্থিতিতে এর ধারণ সম্পন্ন হয়। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ইত্যাদি প্রচারিত হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

 

 

রিয়েলিটি শো রূপান্তর

এবারের ঈদে নিউজ টোয়েন্টিফোরে বিশেষ চমক হিসেবে থাকছে একটি রিয়েলিটি শো। সামিয়া রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় এটির নাম ‘রূপান্তর’। ঈদে টানা পাঁচ দিন রাত ৯টায় রিয়েলিটি শোটি প্রচার হবে নিউজ টোয়েন্টিফোরে। শত শত মেয়ের মধ্য থেকে বাছাই করে ৩০ জন বিশ্ববিদ্যালয়ের মেয়েকে নিয়ে এই রিয়েলিটি শো। সাত দিন তাদের গ্রুমিং সেশন হলেও টেলিভিশনে ৫ দিনব্যাপী এই অনুষ্ঠান প্রচারিত হবে। শেষ দিন গ্র্যান্ডফিনালেতে তিনজন সফল রূপান্তরিত মেয়েকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসেবে বাছাই করা হবে। তাদের জন্য থাকবে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। সামিয়া রহমান বলেন, ‘পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি মানুষ অসাধারণ। কিন্তু সুযোগের অভাবে তারা বিকশিত হতে পারে না। আর এই অনুষ্ঠানটি তারই একটি খুদে প্রয়াস। আশা করছি সবার ভালো লাগবে।

 

 

গানের আয়োজন

 

এনটিভিতে ঈদের দিন বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘জেমসের সঙ্গে কিছুক্ষণ’। অনুষ্ঠানটি যৌথ প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা ও মোহাম্মদ নূরুজ্জামান।

 

 

ঈদের আগের দিন রাত ৮টা ১৫ মিনিটে জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজের সরাসরি সংগীতানুষ্ঠান ‘প্রেমে যার মন মজেছে’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাওনাইন সৌরভ।

 

 

দেশ টিভিতে ঈদের প্রথম দিন রাত ১০টায় মিউজিক্যাল লাইভে গান পরিবেশন করবেন এস আই টুটুল। এই অনুষ্ঠানে প্রতিদিনই থাকবেন একজন করে জনপ্রিয় কণ্ঠশিল্পী।

 

 

এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৪০ মিনিটে প্রচার হবে কণ্ঠশিল্পী ইভা রহমানের একক সংগীতানুষ্ঠান। শিল্পীর বিভিন্ন একক অ্যালবামের জনপ্রিয় গানগুলো দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

 

সেলিব্রেটি শো

 

শাহ আমীর খসরুর প্রযোজনায় ‘এবং নায়করাজ’ প্রচার হবে আরটিভিতে ঈদের প্রথম ও দ্বিতীয় দিন বিকাল ৫টা ৩০ মিনিটে। এই অনুষ্ঠানে মধ্য দিয়ে উঠে এসেছে রাজ্জাকের জীবনের নানা কথা।

 

 

নিউজ টোয়েন্টিফোরে ঈদের দিন থেকে পাঁচ দিন রাত ১১টায়  জুয়েল আইচের উপস্থাপনায় প্রচার হবে ‘জুয়েল আইচের জাদুর ছোঁয়ায় যুগলবন্দী’। তারকা দম্পতিদের নিয়ে এই অনুষ্ঠান।

 

 

ঈদের দিন বিকাল ৫টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে  ‘তারকার সাথে উৎসবের দিনে’ শিরোনামে অনুষ্ঠানটি। এতে থাকছেন ফেরদৌস, অপু বিশ্বাস ও পরীমণি।

 

ম্যাগাজিন অনুষ্ঠান

 

ঈদের দিন রাত ১০টার সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদ আনন্দমেলা। এতে অনেক দিন পর গান পরিবেশন করেছেন চন্দন সিনহা। এটি উপস্থাপনা করেছেন সজল ও নাবিলা।

 

 

শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ চ্যানেল আইয়ে প্রচারিত হবে ঈদের পরদিন বিকাল সাড়ে ৪টায়।

 

 

বাংলাদেশ টেলিভিশনে ঈদের তৃতীয় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’। এটি গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

 

 

বিশেষ নৃত্যানুষ্ঠান কালারস অব ড্যান্স

এসএ টেলিভিশনে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান কালারস অব ড্যান্স। এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন  একসঙ্গে ২৫ জন নৃত্যশিল্পী।

 

 

টিভিতে সিনেমা : পর্দাজুড়ে শাকিব-অপু

ঈদে আলোচিত জুটি শাকিব খান-অপু বিশ্বাসের এক ডজনেরও বেশি ছবি প্রচার হবে বিভিন্ন চ্যানেলে। এর মধ্যে দীপ্ত টিভিতেই প্রচার হবে ৬টি ছবি। ঈদে টিভি দর্শকদের জন্য বাড়তি পাওয়া হতে পারে এ ছবিগুলো। এর বাইরেও আরও কিছু ছবি রয়েছে দেখার মতো। চলুন নির্বাচিত ছবিগুলোর তালিকা দেখে নেওয়া যাক—

 

ঈদের দিন

এটিএন বাংলা

সুইটহার্ট [সকাল ১০-৩০] : বাপ্পি, মিম, রিয়াজ।

প্রিয়া আমার জান [বিকাল ৩-১০] : শাকিব খান, অপু বিশ্বাস।

 

চ্যানেল আই

ড্রেসিং টেবিল [দুপুর ২-৩০] : আবুল কালাম আজাদ, নাদিয়া নদী, আরমান পারভেজ।

একুশে টেলিভিশন

টাকার চেয়ে প্রেম বড় [দুপুর ২-৩৫] অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস।

 

আরটিভি

ওয়ার্নিং [সকাল ১০-৪০] : আরিফিন শুভ, মাহি।

 

বাংলাভিশন

প্রেমে পড়েছি [সকাল

১০-১০] : অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস।

 

বৈশাখী টেলিভিশন

পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী [দুপুর ২-৩০] : শাকিব-জয়া।

 

দেশ টিভি

কোটি টাকার প্রেম [সকাল ১০টা] : শাকিব-অপু

 

দীপ্ত টিভি

টাকার চেয়ে প্রেম বড় [সকাল ৯টা] শাকিব খান, অপু বিশ্বাস।

 

ঈদের দ্বিতীয় দিন

এটিএন বাংলা

আরো ভালোবাসব তোমায় [সকাল ১০-৩০] : শাকিব খান, পরীমণি।

সুলতানা বিবিয়ানা [বিকাল ৩-১০] : বাপ্পি, আঁচল।

 

চ্যানেল আই

ভালোবাসা এমনই হয় [সকাল ১০-১৫] : সাজ্জাদ, মিম।

 

একুশে টেলিভিশন

মনে বড় কষ্ট [দুপুর ২-৩৫] : শাকিব-অপু।

 

আরটিভি

ঢাকার কিং [সকাল ১০-৪০] : শাকিব-অপু।

 

দেশ টিভি

আমার বুকের মধ্যিখানে [সকাল ১০টা] : শাকিব-অপু।

 

মাছরাঙা

হিরো দ্য সুপারস্টার [সকাল ৯-৩০] : শাকিব খান, অপু বিশ্বাস, ববি।

 

জিটিভি

তোমার জন্য মরতে পারি [বেলা ১১-টা] : শাকিব খান, অপু বিশ্বাস।

 

দীপ্ত টিভি

তুমি আমার মনের মানুষ [সকাল ৯টা] : শাকিব খান, অপু বিশ্বাস।

 

ঈদের তৃতীয় দিন

চ্যানেল আই

অস্তিত্ব [সকাল ১০-১৫] :  আরিফিন শুভ, তিশা।

 

বাংলাভিশন

মাই নেম ইজ খান [সকাল ১০-১০] : শাকিব-অপু।

 

বৈশাখী টিভি

এক টাকার দেনমোহর [দুপুর ২-৩০] : শাকিব খান, অপু বিশ্বাস।

 

দেশ টিভি

তুমি আমার প্রেম [সকাল ১০টা] : শাকিব খান, অপু বিশ্বাস।

 

জিটিভি

মনে প্রাণে আছো তুমি [বেলা ১১টা] : শাকিব খান, অপু বিশ্বাস।

 

দীপ্ত টিভি

তুমি স্বপ্ন তুমি সাধনা [সকাল ৯টা] : শাকিব খান, অপু বিশ্বাস।

 

 

ক্যাপিটাল এফএম-এর ঈদ আয়োজন

ঈদের দিন

সকাল ৯টায় : ক্যাপিটাল ঈদ মর্নিং, দুপুর ১২টা : ইয়ো কিডস্, ১টায় : টোটাল ফিল্মি, ৪টায় : জেলাস।

নাটক

বিকাল ৫টায় : মোনা ডালিং

সন্ধ্যা ৭টায় : স্পেশাল নাটবল্টু

৯টায় : দ্য স্টার উইথ সায়েম

১০টায় : স্পেশাল ব্যাকস্ট্রিট ভয়েস।

ঈদের দ্বিতীয় দিন

সকাল ৯টায় : ক্যাপিটাল ঈদ মর্নিং

দুপুর ১টায় : ক্যাপিটাল ককটেল

বিকাল ৪টায় : জেলাস

সিনেমা

বিকাল ৫টায় : ফুচকার ঝাল

৭টায় : স্পেশাল নাটবল্টু

৯টায় : দ্য স্টার উইথ সায়েম

১০টায় : স্পেশাল ব্যাকস্ট্রিট ভয়েস

ঈদের তৃতীয় দিন

সকাল ৯টায় : ক্যাপিটাল ঈদ মর্নিং

দুপুর ১টায় : ক্যাপিটাল ককটেল।

বিকাল ৪টায় : জেলাস

বিকাল ৫টায় : ঈদ স্পেশাল রিমান্ড

সন্ধ্যা ৭টায় ঈদ স্পেশাল নাটবল্টু

৯টায় : দ্য স্টার উইথ সায়েম

১০টায় : স্পেশাল ব্যাকস্ট্রিট ভয়েস

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর