বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আজ শুরু লোক নাট্যদল উৎসব

শোবিজ প্রতিবেদক

আজ হতে শুরু হচ্ছে লোক নাট্যদলের চার দিনব্যাপী উৎসব। কারণ, লোক নাট্যদলের তিন যুগপূর্তি হচ্ছে ৬ জুলাই। এ উপলক্ষে ৫ জুলাই থেকে আয়োজন করা হয়েছে উৎসব।

এতে প্রদর্শিত হবে ৮টি নাটক। সবগুলো নাটকেরই নির্দেশক লিয়াকত আলী লাকী। নাটক ছাড়াও উৎসবে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা ও সেমিনার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পশ্চিমবঙ্গের নাট্য গবেষক আশীষ গোস্বামী। উৎসবের উদ্বোধন হবে আজ বিকাল সাড়ে ৬টায় বাংলাদেশ জাতীয় নাট্যশালার লবিতে। প্রধান অতিথি তথ্য সচিব মো. ইব্রাহীম হোসেন খান, সভাপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও দলটির প্রধান লিয়াকত আলী লাকী। উদ্বোধনী দিনে জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হবে দুটি নাটক; সুকুমার রায়ের ‘অবাক জলপান’ ও  তারিক আনাম খান অনূদিত মলিয়েরের ‘কঞ্জুস’।

৬ জুলাই জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাড়ে ৬টায় ড. আবদুস সেলিম অনূদিত গাও সিং জিয়ানের ‘মাঝরাতের মানুষেরা’ নাটকের প্রদর্শনী। ৭ জুলাই জাতীয় নাট্যশালায় বিকাল ৪টা থেকে পরপর তিনটি নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সেগুলো হচ্ছে, ‘মুজিব মানে মুক্তি’, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘ডাকঘর’ ও ‘রথযাত্রা’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর