বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা
বাংলা চলচ্চিত্র আমাদের সবার, তা রক্ষা করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে

চলচ্চিত্রের বিভেদ দূর করতে কাজী হায়াতের আহ্বান

শোবিজ প্রতিবেদক

চলচ্চিত্রের বিভেদ দূর করতে কাজী হায়াতের আহ্বান

চলচ্চিত্রে চলমান সংকট দূর করে সবাইকে একযোগ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চলচ্চিত্রকার কাজী হায়াৎ। মঙ্গলবার রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কাজী হায়াৎ বলেন, আমাদের চলচ্চিত্র দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে। চলচ্চিত্রের স্বার্থেই এই বিভক্তি দূর করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, ৭১ বছর বয়স চলছে আমার। আমি ৪১ বছর ধরে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত। একজন সিনিয়র হিসেবে অনুরোধ করব, দ্রুত এই সংকটের সমাধান করুন। বাংলা চলচ্চিত্র আমাদের সবার, তা রক্ষা করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’ উল্লেখ্য, বহুল আলোচিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নবাব’-এর সাফল্য ও শুভেচ্ছা জানাতে সাংবাদিকদের মুখোমুখি হন চিত্রনায়ক শাকিব খান। সেখানে শাকিব খান ছাড়াও কাজী হায়াৎ, সেন্সরবোর্ড সদস্য শাবান মাহমুদ, গাজী মাহবুব, প্রদর্শক সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে নির্মাতা কাজী হায়াৎ, প্রযোজক আবদুল আজিজ, নানা শাহ ও অভিনেতা নাদের চৌধুরী চিত্রনায়ক ফারুকের বাসায় যান। সেখানে তারা চলচ্চিত্রের সাম্প্রতিক সংকট নিয়ে আলাপ করেন। চিত্রনায়ক ফারুকও এ সময় বলেন চলচ্চিত্রের স্বার্থেই সব ধরনের সংকট দূর করে একসঙ্গে কাজ করতে হবে। উপস্থিত সবাই একমত হন যে, চলচ্চিত্রের উন্নয়নে নিজেদের মধ্যে দ্রুত বিভেদ দূর করা প্রয়োজন।

সর্বশেষ খবর