শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

অভিমানে বিক্রি করছেন শখের কিছু গিটার

শোবিজ প্রতিবেদক

অভিমানে বিক্রি করছেন শখের কিছু গিটার

শুধু গান নয়, গিটারের সুরে মন্ত্রমুগ্ধ করার খুব সুনাম আছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও গিটারিস্ট আইয়ুব বাচ্চুর। গানের পাশাপাশি এক জীবনে তিনি সংগ্রহ করেছেন বেশ কিছু গিটার। সারাজীবন যে গিটারগুলো বাজিয়েছেন এবার সেখান থেকে পাঁচটি গিটার তিনি তুলে দিতে চান নতুন প্রজন্মের হাতে। সমপ্রতি দেশের ছয়টি জেলায় গিটার শো করছেন এ ব্যান্ডতারকা। ঢাকা ও চট্টগ্রাম শেষে আরও চার জেলার চার শহরে আয়োজিত হবে তার এ কনসার্ট। কিন্তু এতেও তৃপ্ত হতে পারছেন না আইয়ুব বাচ্চু। তিনি চেয়েছিলেন দেশব্যাপী গিটার প্রতিযোগিতা করবেন। বিজয়ীদের হাতে তুলে দেবেন তার প্রিয় গিটারগুলো। কিন্তু অর্থায়নের সংকটে সফল হচ্ছে না তার সেই উদ্যোগ। আর তাই কিছুটা অভিমানে নিজের প্রিয় পাঁচ গিটার বিক্রি করে দিচ্ছেন তিনি। বুধবার এ নিয়ে ফেসবুকে এক পোস্টও দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘তরুণদের জন্য একটি গিটার শো করার ইচ্ছে ছিল অনেক দিন থেকে। তাদের জন্য একটা প্রোগ্রাম সাজিয়ে দ্বারে দ্বারে ঘুরেছি আমি। অনেকেই অনেক কথা বলেছেন। কিন্তু বেলা শেষে কথার সঙ্গে কাজের কোনো মিল খুঁজে পাইনি আমি। এছাড়া আপনারা জানেন, কোনো জিনিস বেশি দিন না ব্যবহার করলে তা নষ্ট হয়ে যায়। আমার গিটারগুলোর বেলায়ও তা হয়েছে। এতগুলো গিটার পরিচর্চা করা অনেক কঠিন। আমার জীবনে আমি কিছু করতে পারি আর না পারি, বেশ কিছু বিদেশি গিটার সংগ্রহ করেছি। আমার কাছে এগুলো অমূল্য সম্পদ। প্রাণের চেয়ে বেশি প্রিয়। মানুষতো সবচেয়ে বেশি নিজেকেই ভালোবাসে। আমি গিটারগুলোকে ভালোবাসি। এগুলো সমসাময়িক গিটার। বিখ্যাত সব ডিজাইনারের ডিজাইন করা গিটার এগুলো। তিনি আরও বলেন,‘স্বপ্নটা’তো আর পূরণ হলো না, তাই গিটারগুলো নষ্ট না করে বিক্রি করার সিদ্ধান্ত নিলাম।’

সর্বশেষ খবর