শিরোনাম
শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রোজিনার কষ্ট

শোবিজ প্রতিবেদক

রোজিনার কষ্ট

বর্তমান সময়ে চলচ্চিত্র জগতের মন্দাবস্থা নিয়ে চরম হতাশ অভিনেত্রী রোজিনা। তার কথায় আমাদের সময় চলচ্চিত্রকারদের মধ্যে যে সহনশীলতা আর শ্রদ্ধাবোধ ছিল তা আর এখন নেই। এখন শুধুই অবক্ষয় আর বিভেদ। এভাবে চলতে থাকলে ঢালিউডের অস্তিত্ব বলে আর কিছুই থাকবে না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বলেন, ‘যখন নায়িকা হলাম তখন অভিনয় নিয়ে আকাশ-পাতাল ব্যস্ততা। চাঁদরাত পর্যন্ত শুটিংয়ে ব্যস্ত থাকতাম। এখন আগের মতো ছবি নির্মাণ হয় না। কাজ করব এমন গল্প, নির্মাতা আর চরিত্র নেই। বড় কষ্ট হয়। তিনি আরও বলেন ‘চলচ্চিত্রের কাজ না থাকলেও এবার বেশ কিছু টিভি প্রোগ্রাম নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছি। এর মধ্যে বিটিভির ‘সায়াহ্নের শিশু’ শিরোনামের একটি অনুষ্ঠান করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারিনি। বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের নিয়ে এ অনুষ্ঠান করতে গাজীপুরের বৃদ্ধাশ্রমে যেতে হয়েছিল। এছাড়া ছোট পর্দায় উল্লেখযোগ্য আরেকটি হচ্ছে টেলিফিল্ম ‘ক্রাইমরোড’। দর্শকপ্রিয় নায়িকা রোজিনা বলেন, আমি চাই চলচ্চিত্র জগতের মানুষের মনের সব কষ্ট দূর হোক। সবাই মিলেমিশে জগত্টাকে আবার পূর্ণতায় ভরিয়ে তুলি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর