রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কুদ্দুস বয়াতির বিরুদ্ধে ফকির আলমগীর

শোবিজ প্রতিবেদক

কুদ্দুস বয়াতির বিরুদ্ধে ফকির আলমগীর

সম্প্রতি আলতাফ আলী হাসুর লেখা ‘আমি এখন রিকশা চালাই ঢাকা শহরে’ গানটি নিয়ে তৈরি হয়েছে নতুন এক বিতর্ক। অভিযোগ উঠেছে গণসংগীতশিল্পী ফকির আলমগীরের গাওয়া এই গানের সুর হুবহু কপি করেছেন বাউলশিল্পী কুদ্দুস বয়াতি। আশির দশকের গোড়ার দিকে দেশজুড়ে আলোড়ন তুলেছিল ‘আমি এখন রিকশা চালাই ঢাকা শহরে’ গানটি। সেই গানটির অনুকরণে এবার আরেকটি গান বেঁধেছেন বাউলশিল্পী কুদ্দুস বয়াতি। কুদ্দুস বয়াতির গানের শিরোনাম, ‘আমি এখন ট্যাক্সি চালাই ঢাকা শহরে।’ শিরোনামের সঙ্গে পাল্টে গেছে গানের নায়িকাও। ফকির আলমগীরের নায়িকা ছিলেন সখিনা, আর কুদ্দুস বয়াতির নায়িকা মর্জিনা। গানটি যৌথভাবে লিখেছেন এম এস প্রীতম ও কুদ্দুস বয়াতি।

এই প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, ‘এই গানটি সম্পর্কে কে না জানে বলেন, গানটি ১৯৮২ সালের বিটিভিতে জুয়েল আইচের উপস্থাপনায় আনন্দমেলা অনুষ্ঠানে প্রথম প্রচার হয়েছিল। গানটি লিখেছেন আলতাফ আলী হাসু। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর করেছিলাম আমি। আজ এতটা বছর পর এই গানের সুর নকল করে নতুন একটি গান তৈরি করাটা সত্যিই দুঃখজনক। অন্যদিকে এই প্রসঙ্গে কুদ্দুস বয়াতি বলেন, ‘দু-একটা শব্দ ছাড়া এই গানের সঙ্গে ‘আমি এখন রিকশা চালাই ঢাকা শহরে’ গানটির কথা ও সুর কোনো কিছুর মিল নেই। আমার গানের আবেদন আর ওই গানের আবেদনের মধ্যে অনেক ফারাক। আর গানটি প্রকাশ হলেই দর্শক- শ্রোতারা সব বুঝে যাবে।’          

সর্বশেষ খবর