মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শাহনাজ রহমতুল্লাহর আমন্ত্রণে শবনম-তারিন

শোবিজ প্রতিবেদক

শাহনাজ রহমতুল্লাহর আমন্ত্রণে শবনম-তারিন

বাঁ থেকে শবনম, শাহনাজ রহমতুল্লাহ ও তারিন

কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ নিজেকে গানের জগৎ থেকে গুটিয়ে নিয়েছেন অনেক আগেই। নতুন কোনো গান কিংবা টিভি পর্দায় দেখা মিলছে না এই কিংবদন্তি কণ্ঠশিল্পীর। তবে এবার ঘরোয়া আয়োজনে নিজের মনের আনন্দ নিয়েই গান গাইলেন তিনি। প্রয়াত বরেণ্য গুণী সুরকার সংগীত পরিচালক রবিন ঘোষের সুরের কয়েকটি গানসহ প্রায় আট-নয়টি গান পরিবেশন করেন তিনি। এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন নায়িকা শবনম এবং অভিনেত্রী তারিন। গত রবিবার দুপুরে দুজন প্রিয় মানুষকে কাছে ডাকেন তিনি। এই অনুষ্ঠানে শাহনাজ রহমতুল্লাহ একে একে পরিবেশন করেন ফুলের কানে ভ্রমর এসে, খোলা জানালায় চেয়ে দেখি, জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি,  পেয়ার ভারে দু সারমিলেসহ আরও চার/পাঁচটি গান। শবনম বলেন, ‘অনেকদিন পর শাহনাজের কণ্ঠে গান শুনে খুবই ভালো লেগেছে। শাহনাজ খুব ভালো মনের একজন মানুষ। তার মতো শিল্পী এই উপমহাদেশে কমই আছে। গানে তার ভাবাবেগ প্রকাশের ধরনই মুগ্ধ করে।’ তারিন বলেন, ‘সে দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন হয়ে থাকবে। কারণ দুজন কিংবদন্তি শিল্পীর সঙ্গে একই সময়ে বেশকিছু সময় কাটিয়েছি। দুজনই যে কত মহান তা তাদের স্নেহ, ভালোবাসা, মায়া-মমতা দিয়ে সে সময়টায় আগলে রেখে যেন তারই দৃষ্টান্ত রাখলেন। সত্যিই এ সময় ভোলার নয়।’ সবশেষে শাহনাজ রহমতুল্লাহ বলেন, ‘আমার বাসায় দুজন প্রিয় মানুষকে নিমন্ত্রণ করেছিলাম। তাদের কাছে পেয়ে ভীষণ ভালো লেগেছিল। সেই সঙ্গে অনেকদিন পর মনের আনন্দে গান গেয়েছি।

সর্বশেষ খবর