বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রিয়াজ-মিশা সওদাগর-খসরুকে নিষিদ্ধ করলেন সিনেমা হল মালিকরা

শোবিজ প্রতিবেদক

রিয়াজ-মিশা সওদাগর-খসরুকে নিষিদ্ধ করলেন সিনেমা হল মালিকরা

চলচ্চিত্র জগতে এখন চলছে নিষিদ্ধের খেলা। যৌথ প্রযোজনার ছবি প্রদর্শনকে কেন্দ্র করে বিভক্ত দুটি দল একে অন্যের সদস্যদের নিষিদ্ধ করার খেলায় মেতে উঠেছে। প্রথমে যৌথ প্রযোজনার বিপক্ষে অবস্থানকারী চলচ্চিত্র পরিবার নিষিদ্ধ করে যৌথ প্রযোজনার পক্ষের প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ও নায়ক শাকিব খানকে। এবার যৌথ প্রযোজনার পক্ষের দল নিষিদ্ধ করল প্রতিপক্ষের রিয়াজ, মিশা সওদাগর আর খোরশেদ আলম খসরুকে। প্রদর্শক সমিতি তাদের ছবি সিনেমা হলে প্রদর্শন করবে না। চলচ্চিত্র প্রদর্শক সমিতির এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে। গতকাল দুপুরে রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে সমিতির সাধারণ সম্পাদক কাজী শোয়েব রশিদ বলেন, ঈদে দুটি যৌথ প্রযোজনার ছবি ‘বস টু’ ও ‘নবাব’ মুক্তিকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত কতিপয় সংগঠনের একটি জোট ও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। জোটের সদস্য রিয়াজ, মিশা সওদাগর, খোরশেদ আলম খসরু ও তার সহযোগীরা সেন্সর বোর্ড এলাকায় মধুমিতা সিনেমা হলের কর্ণধার এবং সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার নওশাদের ওপর হামলা চালায়। এর প্রতিবাদে প্রদর্শক সমিতি নানা কর্মসূচি পালন এবং স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করে। তখন প্রশাসনের পক্ষ থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও আজ পর্যন্ত পুলিশ মামলা নেয়নি। এ কারণে ৬ জুলাই সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় রিয়াজ, মিশা সওদাগর ও খসরুকে সিনেমা হল থেকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়। ২৬ জুলাই সমিতির বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তা কার্যকর করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইফতেখার নওশাদ, উপদেষ্টা সুদীপ্ত কুমার দাসসহ অন্য কর্মকর্তারা।

সর্বশেষ খবর