বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বিশ্বের সর্বোচ্চ দৈর্ঘ্যের চলচ্চিত্র

শোবিজ প্রতিবেদক

বিশ্বের সর্বোচ্চ দৈর্ঘ্যের চলচ্চিত্র

‘আমরা একটা সিনেমা বানাবো’র দৃশ্য

সম্প্রতি শেষ হলো ২১ ঘণ্টাব্যাপী মুক্তদৈর্ঘ্যের একটি চলচ্চিত্রের নির্মাণ কাজ। দাবি করা হচ্ছে, এটিই এখন বিশ্বের সর্বোচ্চ দৈর্ঘ্যের চলচ্চিত্র। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশির নির্মিত চলচ্চিত্রটির নাম ‘আমরা একটা সিনেমা বানাবো’। জানা যায়, গত ৮ বছরে ১৭৬ দিন পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী ও হার্ডিঞ্জ ব্রিজের আশপাশের গ্রামে এই ছবির শুটিংয়ে অংশ নেন প্রায় ৪ হাজার শিল্পী ও কলাকুশলী। সব ঠিক থাকলে ‘আমরা একটা সিনেমা বানাবো’ হতে যাচ্ছে বিশ্ব-চলচ্চিত্রের ইতিহাসে এ যাবৎকালে নির্মিত সর্বাধিক দৈর্ঘ্যের কাহিনীচিত্র। সম্পূর্ণ সাদাকালোয় নির্মিত ছবিটির কাহিনী গড়ে উঠেছে এক জনপদকে ঘিরে, যেখানে মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠে। সেখানে রাজনৈতিক ও সামাজিক অবক্ষয়ের মধ্যে কয়েকজন নিষ্পাপ মানুষ সিনেমা নিয়েই বিপ্লব করতে চায়। তাদের স্বপ্ন ও অবশেষে সেই স্বপ্নভঙ্গের গল্প এটি। দেশের বড় পর্দায় ৮ ভাগে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার। অন্যদিকে, বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রটিই উপস্থাপন করা হবে। ছবিটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুমনা সোমা, স্বাধীন খসরু, মাসুম আজিজ, প্রাণ রায় প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। নির্মাতা জানিয়েছেন, চলতি বছরেই চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে।  

সর্বশেষ খবর