শিরোনাম
রবিবার, ১৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শোবিজ প্রতিবেদক

এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পথচলার দুই দশক পূর্ণ করে ২১ বছরে পা রেখেছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ স্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। ওই দিন প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ড. মাহফুজুর রহমান বাংলাদেশের সংস্কৃতি সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেন স্যাটেলাইটের মাধ্যমে। এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে এটিএন বাংলা। বেলা ১১টায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভী আহমেদ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকসহ দেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী-কলাকুশলী, মিডিয়া ব্যক্তিত্ব প্রমুখ ব্যক্তিবর্গ ২০ বছরপূর্তি উপলক্ষে এটিএন বাংলা কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান। 

সর্বশেষ খবর