সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

১৩ হাজার লোকগানের অ্যালবাম

শোবিজ প্রতিবেদক

সম্প্রতি ১৩ হাজার লোকগানকে একত্র করে একটি অ্যালবাম প্রকাশ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গত শনিবার সকালে অ্যালবামটি প্রকাশ করা হয়। একাডেমির উদ্যোগে লোক-সংস্কৃতি সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রমের আওতায় গানগুলো সংগ্রহ করা হয়। অ্যালবামটি প্রকাশ উপলক্ষে গত শনিবার সকালে একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে ‘লোক-সংস্কৃতি সংগ্রহ, সংরক্ষণ, প্রসার এবং করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন পশ্চিমবঙ্গের লেখক ও গবেষক শক্তি নাথ ঝাঁ।

সর্বশেষ খবর