বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

অভিনেতা রাতিন আর নেই

শোবিজ প্রতিবেদক

অভিনেতা রাতিন আর নেই

না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা রাতিন (৬৬)। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের এই অভিনয়শিল্পী মৃত্যুবরণ করেন। তিনি চিকুনগুনিয়া, লিভার ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। ৬ জুলাই তার ব্রেইনস্ট্রোক হয়। ৯ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাতিনের প্রথম জানাজা নারিন্দার বিনোদ বিবি মসজিদে গতকাল বাদ জোহর অনুষ্ঠিত হয়। বিকালে বিএফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে লাশ স্বামীবাগের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ১৯৭২ সাল থেকে টেলিভিশন নাটকে অভিনয় করছেন। দুই শতাধিক টেলিভিশন নাটকে অভিনয় করেছেন রাতিন। ‘নতুন প্রভাত’ ছবির মাধ্যমে ১৯৭০ সালে চলচ্চিত্রে পা রাখেন রাতিন। অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেন তিনি। এছাড়া মঞ্চেও শতাধিক নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হলো- হারানো সুর, দেবদাস, শুকতারা, জবাব চাই, স্নেহের প্রতিদান, লালু সর্দার প্রভৃতি। প্রখ্যাত অভিনেতা আবদুল মতিনের পুত্র হলেন রাতিন। তার মৃত্যুতে চলচ্চিত্র শিল্পী সমিতি ও শিল্পী ঐক্যজোটসহ নানা সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর