শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নগরজুড়ে ছুটির আমেজ

নগরজুড়ে  ছুটির  আমেজ

‘কহে বীরাঙ্গনা’ নাটকের দৃশ্য

প্রদর্শনী

  শিল্পকলায় চলছে ২২তম জাতীয় চারুকলা প্রদর্শনী  ২০১৭

শিল্পকলা একাডেমির চিত্রশালার গ্যালারিতে চলছে ২২তম জাতীয় চারুকলা প্রদর্শনী। ৬৩০ জন শিল্পীর জমাকৃত ১৮৯০টি শিল্পকর্ম থেকে ৩৩২ জন শিল্পীর বাছাইকৃত ৩৮৪টি শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে তিন সপ্তাহের এ প্রদর্শনী। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীর গ্যালারি।

১৪ আগস্ট শেষ হবে তিন সপ্তাহের এ প্রদর্শনী।

 

অলিয়ঁস ফ্রঁসেজে চলছে ‘অ্যানাদার এক্সিস’ শীর্ষক প্রদর্শনী

চিত্রশিল্পী আলমগীর হোসেনের চিত্রকর্ম নিয়ে অলিয়ঁস ফ্রঁসেজে চলছে ‘অ্যানাদার এক্সিস’ শীর্ষক প্রদর্শনী। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা। ১ আগস্ট শেষ হবে ২৫টি চিত্রকর্ম দিয়ে সাজানো এ প্রদর্শনী। 

 

নাটক

প্রাঙ্গণেমোর এর ‘কনডেমড সেল’

আজ শুক্রবার সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়ন হবে প্রাঙ্গণেমোর নাট্যদল প্রযোজিত নাটক ‘কনডেমড সেল’।

অনন্ত হিরা রচিত এ নাটকটির নির্দেশনায় রয়েছেন আউয়াল রেজা।

 

জ্যোতির ‘কহে বীরাঙ্গনা’

আগামী ৩০ জুলাই রবিবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে প্রদর্শিত হবে মণিপুরী থিয়েটারের একক প্রযোজনা ‘কহে বীরাঙ্গনা’। এতে একক অভিনয় করবেন জ্যোতি সিনহা। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য অবলম্বনে ‘কহে বীরাঙ্গনা’র নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। মহাভারতের নারী চরিত্র ‘শকুন্তলা’, ‘ধ্রুপদী’, ‘দুঃশলা’ ও ‘জনা’কে নিয়ে তৈরি হয়েছে এ নাটকের গল্প।

 

আজ ‘সুরগাঁও’ এর মঞ্চায়ন

আজ শুক্রবার শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে দেশনাটক প্রযোজিত নাটক ‘সুরগাঁও’ ।

মাসুম রেজার রচনা ও নির্দেশনায় এ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন দেশ নাটকের নিয়মিত শিল্পীরা। 

 

আজ ‘সার্কাস সার্কাস’

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে মঞ্চ নাট্যশিল্পীদের চিকিৎসা সহায়তার জন্য তহবিল গঠনের ধারাবাহিকতায় আজ শুক্রবার শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে ভিন্নধর্মী নাটক ‘সার্কাস সার্কাস’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর