সোমবার, ৩১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নূরের অতিথি নায়করাজ রাজ্জাক

শোবিজ প্রতিবেদক

নূরের অতিথি নায়করাজ রাজ্জাক

স্বাধীনতা পদকপ্রাপ্ত চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক এবং টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবারই প্রথম কোনো টিভি চ্যানেলের অনুষ্ঠানে মুখোমুখি বসে গল্প করেছেন। দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান ‘বেলা অবেলা সারাবেলা’য় দেখা যাবে এই দুই ব্যক্তিত্বকে। আসাদুজ্জামান নূরের উপস্থাপনা গল্পে, আড্ডায় নায়করাজ রাজ্জাক তার জন্ম, বেড়ে ওঠা, নাটকে অভিনয়, সিনেমায় অভিনয়, অভিনয় জীবনের অর্জন, জীবন-সংসারের গল্প’সহ আরও নানা বিষয়ে নিজের কথা তুলে ধরেছেন ‘বেলা অবেলা সারাবেলা’য়। ১৯৬৬ সালে জহির রায়হান পরিচালিত নায়করাজ রাজ্জাক অভিনীত প্রথম ছবি ‘বেহুলা’ মুক্তি পেল। সে বছরই সিনেমা হলে গিয়ে ছবিটি উপভোগ করেন আসাদুজ্জামান নূর। এরপর নায়করাজের প্রায় সব ছবিই দেখেছেন নূর। অন্যদিকে নায়করাজ রাজ্জাক আসাদুজ্জামান নূরের বহু নাটক দেখেছেন বিটিভিতে। বিশেষ করে আসাদুজ্জামান নূর অভিনীত ‘বহুব্রীহি’ এবং ‘কোথাও কেউ নেই’ নাটকে তার অনবদ্য অভিনয়ের কথা উল্লেখ করেন নায়করাজ। নায়করাজ রাজ্জাক বলেন, ‘বেশ ভালো লেগেছে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে। আসাদুজ্জামান নূর শক্তিমান একজন অভিনেতা, পাশাপাশি ভালো একজন উপস্থাপকও বটে। যে কারণে গল্প করে, আড্ডা দিয়ে বেশ ভালো লেগেছে।’ আসাদুজ্জামান নূর বলেন, ‘রাজ্জাক ভাইয়ের পর্বটি বেশ ভালো হয়েছে। পুরনো দিনের গল্প, নানা ধরনের অজানা তথ্য জেনে দর্শকের ভালো লাগবে।’ প্রযোজক রবিউল করিম জানান, ‘বেলা অবেলা সারাবেলা’ ৬ আগস্ট সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে। ছয় বছর ধরে ‘বেলা অবেলা সারাবেলা’ দর্শকপ্রিয়তা নিয়েই দেশ টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে।

সর্বশেষ খবর