বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দিলারা জামানের চমক

শোবিজ প্রতিবেদক

দিলারা জামানের চমক

সাজ-সজ্জা, আনন্দ-বিনোদন, জীবনযাত্রায় মানুষের বয়স বাধা হয়ে থাকে না। প্রায় পঁচাত্তরে এসে আবারও সে চমকটাই দেখালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গুণী অভিনেত্রী দিলারা জামান। নজরকাড়া রং নির্বাচন ও জার্দোসি-পুঁতির কারুকাজের পোশাক পরে তিনি মডেল হলেন দেশীয় ইংরেজি ম্যাগাজিন আইসটুডের আগস্ট সংখ্যায়।

এ ফটোশুটের ধারণা এবং নির্দেশনায় ছিলেন গৌতম সাহা এবং ছবি তুলেছেন আবির হোসাইন নোমান। আমরা বিদেশি মডেলদের প্রেগনেন্সি পিরিয়ড থেকে শুরু করে বয়স্ক, স্থূলকায়সহ স্লিম ফিগার—সব ধরনের মডেলিং দেখে অভ্যস্ত। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মডেলিংয়ে এমন ভিন্নতার দেখা যেমন মেলে না, তেমনি অভ্যস্তও নই। এখানে ধরেই নেওয়া হয়, মডেলের ত্বক হতে হবে সুন্দর টানটান, কম বয়সী, বয়স থাকলেও লুকানো হবে মেকআপ-গেটআপে, শারীরিক গঠন হবে অস্থি-চর্মসার ফর্সা লুকে। কিন্তু শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ অভিনেত্রী দিলারা জামানের সাম্প্রতিক এই ফটোশুট যেন প্রচলিত সে সব ধারণাকে গুঁড়িয়ে দিলেন। কিছুটা হলেও পরিবর্তনের ছোঁয়া লাগাতে সক্ষম হলো মডেল ধারায়। সবকিছুকে পেছনে ফেলে দিলারা জামান সবার সামনে হাজির হলেন অনন্য এক লুকে। এমন এক ফটোশুট প্রমাণ করে, কোনো কিছুর মডেল হতে শুধু ষোড়শী রমণী হতে হয় না। বরং আপনি যে বয়সেই থাকুন না কেন, নিজেকে গুছিয়ে উপস্থাপন করাটাই আসল। আলোচিত এই ছবিতে দেখা যাচ্ছে, তার কারুকার্য খচিত পোশাক নির্বাচন, চুলের আবেশি স্টাইল, তীক্ষ ভ্রুর উপস্থাপন, রং মিলিয়ে নেলপলিশ, ছিমছাম কিছু অর্নামেন্টস আর ঠোঁটে জামরঙা লিপস্টিক। সবই যেন একটি রাজকীয় আবহ ফুটিয়ে তুলতে সর্বোপরি সক্ষম। তিনি প্রমাণ করেছেন, এই বয়সেও যে কেউ নিজেকে উপস্থাপন করতে পারেন এমন রাজকীয় লুকে। ম্যাগাজিনটি পাঠকদের হাতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অসংখ্য ইতিবাচক অভিব্যক্তি পাওয়া গেছে। ভক্তদের কাছে প্রশংসায় ভেসেছেন তিনি। সাধারণ পাঠক থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও তার এ ছবি ফেসবুক ওয়ালে শেয়ার দিয়েছেন। ভূয়সী প্রশংসা দেখা যাচ্ছে কমেন্টস বক্সে। এক কথায় সবার মধ্যে এই কনসেপ্টের ফটোশুট এক আলোড়ন সৃষ্টি করেছে বৈকি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর