শিরোনাম
শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

হাসপাতালে ভর্তি দিলীপ কুমার

দীপক দেবনাথ, কলকাতা

হাসপাতালে ভর্তি দিলীপ কুমার

ডিহাইড্রেশন নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার (৯৪)। বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। দিলীপ কুমারকে রাখা হয়েছে আইসিইউতে। তার পর্যবেক্ষণে সর্বক্ষণ নজর রাখছে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। হাসপাতালের সিইও ভি.রবিশঙ্কর জানান, ‘ডিহাইড্রেশন নিয়ে তাকে এখানে ভর্তি করানো হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল’। গত দুই দিন ধরে ঠাণ্ডা জ্বরে ভুগছিলেন বলেও জানা গেছে। হাসপাতালের অন্য এক চিকিৎসক জানান, ‘বুধবার বিকালেই তিনি ভর্তি হয়েছেন। আমরা সবকিছুই খতিয়ে দেখছি। তার কিছু শারীরিক পরীক্ষাও করা হচ্ছে’। দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত এই অভিনেতা গত কয়েক বছর ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন এবং এই সময় ধরেই কখনো হাসপাতাল আবার কখনো বাড়িতে সময় কাটাতে হচ্ছিল। দিলীপ কুমারের আসল নাম মহম্মদ ইফসুফ খান। ১৯২২ সালের ১১ ডিসেম্বর পেশোয়ারে (বর্তমানে পাকিস্তান) জন্মগ্রহণ করেন তিনি। তার স্ত্রী সায়রা বানু একজন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী। সিনেমা জগতে ‘ট্র্যাজিডি নায়ক’ হিসেবে বিখ্যাত দিলীপ কুমার দেবদাস, মধুমতী, মুঘল-ই-আজম, গঙ্গা যমুনা, শক্তিসহ অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। ১৯৯৮ সালে কুইলা ছবির পর তাকে আর অভিনয়ে দেখা যায়নি। ১৯৯১ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন তিনি।

সর্বশেষ খবর