শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পরমব্রতর বিরুদ্ধে জিডি

শোবিজ প্রতিবেদক

কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত বাংলাদেশে কাজ করছেন, তবে নিয়ম ভেঙে। এই অভিযোগ এনে টিভিকেন্দ্রিক ১৩টি সংগঠনের জোট ‘এফটিপিও’-এর সদস্য সচিব নির্মাতা-অভিনেতা গাজী রাকায়েত বনানী থানায় জিডি করেছেন। গত বুধবার দুপুরে দায়ের করা এই ডায়েরিতে ডিক্টেরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত উল্লেখ করেন, ভারতীয় অভিনেতা পরমব্রত সরকারি অনুমোদন এবং দেশের বিভিন্ন সংগঠনের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বাংলাদেশের টিভি নাটকে নিয়মিত কাজ করে চলেছেন। যা মেনে নেওয়া যায় না। তবে, রাকায়েত  বলেন, ‘দেখুন এটা শুধু পরমব্রতর বিরুদ্ধে নয়। আমরা পুরো সিস্টেমের বিরুদ্ধে এই জিডি করেছি। আমরা লক্ষ্য করছি, গেল কয়েক বছর বিদেশি শিল্পীরা প্রতিনিয়ত পর্যটন ভিসায় দেশে আসছেন এবং সবার সামনে দিয়ে শুটিং করে চলেছেন। এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। অথচ আমরা কিন্তু বিদেশে গিয়ে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে পারি না। আমাদের দুঃখ এবং আপত্তির জায়গাটা এখানেই। মূলত এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমাদের আজকের জিডি।’ প্রসঙ্গত, দেশের অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ঢাকায় নির্মিত হচ্ছে সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ সিরিজের গল্প থেকে নাটক। দেশের টেলিভিশনের জন্য নির্মিত ফেলুদা চরিত্রে দেখা যাবে কলকাতার পরমব্রতকে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর