শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
সংবাদপত্র নিয়ে মধ্যরাতের টাটকা আয়োজন

‘আজকের সংবাদপত্র’-এর যুগপূর্তি আজ

শোবিজ প্রতিবেদক

‘আজকের সংবাদপত্র’-এর যুগপূর্তি আজ

সংবাদপত্র নিয়ে মধ্যরাতের টাটকা আয়োজন ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানের যুগপূর্তি আজ। মতামত জরিপ, দর্শক ভোট, এসএমএস জরিপ— সব মাধ্যমেই শীর্ষে ‘আজকের সংবাদপত্র’। কিন্তু এই অনুষ্ঠানের সূচনাটা সহজ ছিল না। শুরুতে রাত ১২টায় ছাপাখানা থেকে পত্রিকা নিয়ে তাত্ক্ষণিক একটি অনুষ্ঠানের আয়োজন সম্ভব কিনা— এমন প্রশ্ন ও সম্ভাব্যতা নিয়ে দ্বিধা ছিল খোদ আয়োজকদের মধ্যেই। সেই অনুষ্ঠানটি এখন ইলেকট্রনিক মিডিয়ায় টকশোর ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছে। দর্শকনন্দিত ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠান সফলতার সঙ্গে ১২ বছর অতিক্রম করে ১৩তম বছরে পদার্পণ করেছে। ২০০৫-এর ৬ আগস্ট শুরু হওয়া সরাসরি প্রচার চলতি এ অনুষ্ঠানটি ইতিমধ্যে অর্জন করেছে ব্যাপক দর্শকপ্রিয়তা। অনুষ্ঠানে নিয়মিত সিনিয়র সাংবাদিক, সম্পাদক, সাবেক উপদেষ্টা, অর্থনীতিবিদরা অংশ নিয়ে থাকেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন কাজল ঘোষ। অনুষ্ঠানের যুগপূর্তিতে থাকছে বিশেষ আয়োজন। এতে অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক মতিউর রহমান চৌধুরী ছাড়াও বিশেষ আয়োজনে অংশ নেবেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং রাজনৈতিক টকশো তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান।

সর্বশেষ খবর