বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

জহির রায়হান চলচ্চিত্র উৎসব

শোবিজ প্রতিবেদক

জহির রায়হানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জহির রায়হান চলচ্চিত্র উৎসব’। ‘প্রতিরোধে প্রস্তুত ক্যামেরা’ স্লোগান নিয়ে আগামী ১৮ ও ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে এই উৎসব। উৎসবের আয়োজন করেছে উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদ। উৎসবে ৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ১৮ আগস্ট সকাল ১০টায় উৎসবের উদ্বোধন হবে। দুপুর সাড়ে ১২টায় প্রদর্শিত হবে জহির রায়হান নির্মিত তথ্যচিত্র ‘দ্য স্টেট ইজ বর্ন’, দুপুর আড়াইটায় রয়েছে তৌকীর আহমেদের ছবি ‘অজ্ঞাতনামা’, বিকাল ৫টায় থাকছে কামার আহমাদ সাইমনের তথ্যচিত্র ‘একটি সুতার জবানবন্দি’ ও সন্ধ্যা ৭টায় দেখানো হবে তানভীর মোকাম্মেলের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবন ঢুলি’।

১৯ আগস্ট সকাল ১০টায় প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘পুনরাবৃত্তি’, সাড়ে ১০টায় থাকছে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘উপসংহার’ এবং ১১টায় প্রদর্শিত হবে জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’।

সর্বশেষ খবর