শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

আইয়ুব বাচ্চুর ক্ষোভ

শোবিজ প্রতিবেদক

আইয়ুব বাচ্চুর ক্ষোভ

এদেশের ব্যান্ডসংগীতের একজন কিংবদন্তিতুল্য মিউজিশিয়ান আইয়ুব বাচ্চু। যার কণ্ঠের আর গিটারের ঝংকারে মোহিত এদেশের কোটিপ্রাণ। সেই আইয়ুব বাচ্চুর কিছু ক্ষোভ জমে থাকে মনে। মাঝে মাঝে ফেসবুকেই সেসব শেয়ার করেন। গত মঙ্গলবার সেরকমই অভিমান নিয়ে কিছুটা লিখেছেন। আইয়ুব বাচ্চু তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘শিল্পীর ভালো থাকার কথা নয় যদি মন বিষণ্ন হয়, সত্যিই ভালো থাকার কথা নয় যদি সারাক্ষণ হৃদয়জুড়ে রক্তক্ষরণ হয়। ভালো থাকার কথা নয় যদি শিল্পী হতে চাওয়াটা কষ্টের হয়! ভালো থাকার কথা নয় শিল্পী হয়ে বেঁচে থাকাটা যদি সম্মানের না হয়।’ তিনি লিখেছেন, আসলেই পৃথিবীতে শিল্পীরা ঝাঁকে ঝাঁকে জন্মায় না! বারবার আসে না, যারাই আসে, মানুষকে ভালোবাসে, নিজেকে উজাড় করে। সবশেষে যে কটা দিন বেঁচে থাকার বেঁচে থেকে, হঠাৎ করে চলে যায় অভিমান বুকে বেঁধে। শিল্পী কোনো মিল ফ্যাক্টরিতে বানানো যায় না। সর্বশেষ আইয়ুব বাচ্চু কাজ করেছেন সৈয়দ আবদুল হাদীর কন্যা শিল্পী তনিমা হাদীর একক অ্যালবামে। ‘এই কি জীবন’ শীর্ষক অ্যালবামটির গানগুলোর কথা, সুর ও সংগীত করেছেন এই ব্যান্ডতারকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর