রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ডিজিটাল এন্টারটেইনমেন্ট নিয়ে জিপির উদ্যোগ

শোবিজ প্রতিবেদক

ডিজিটাল এন্টারটেইনমেন্ট নিয়ে জিপির উদ্যোগ

জিপি মিউজিক ও বায়োস্কোপের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা

জিপি মিউজিক ও বায়োস্কোপের উন্নত সংস্করণের উদ্বোধন করল গ্রামীণফোন। সম্প্রতি জিপি হাউসে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আসছে দিনগুলোতে ‘ফিউচার অব এন্টারটেইনমেন্ট’ হিসেবে বাংলাদেশের মানুষের বিনোদনের ধরনে পরিবর্তন আনতেই ডিজিটাল এন্টারটেইনমেন্টের নতুন এ প্লাটফর্মগুলো নিয়ে এসেছে গ্রামীণফোন।  উন্মোচিত জিপি মিউজিকের নতুন সংস্করণে রয়েছে অনলাইন ও অফলাইনে হাই ডেফিনেশন কোয়ালিটিতে ক্লাসিক থেকে সাম্প্রতিক হিট বাংলা গানের বিশাল কালেকশন শোনার সুবিধা। এই অ্যাপে রয়েছে ক্ল্যাসিক ও সাম্প্রতিক হিট বাংলা গানের বিশাল কালেকশন। সম্পূর্ণ নতুন ডিজাইনের ইন্টারফেসে রয়েছে দারুণ সব ফিচার-লাইভ রেডিও স্টেশন, ফেসবুক সিঙ্কিং এবং ব্রাউজ, সার্চ, ডাউনলোড ও শেয়ারের সহজ এবং সর্বোন্নত ব্যবস্থা। মিউজিকের এ প্লাটফর্মটি ১০ লাখেরও বেশি বাংলা ও ইংরেজি গান রয়েছে। অনুষ্ঠানে আসিফ আকবর, শুভ্র দেব, মাইলস, মিনার, ইমরান, অদিত, মালা, কোনাল এবং ডিরকস্টার শুভসহ জনপ্রিয় শিল্পীদের নতুন সিঙ্গেলস ও অ্যালবাম জিপি মিউজিকে মুক্তির ঘোষণা দেওয়া হয়। সেই সঙ্গে সুপারস্টার তাহসানও তার পরবর্তী ও সপ্তম অ্যালবাম ‘অভিমান আমার’ এক্সক্লুসিভলি জিপি মিউজিকে মুক্তির ঘোষণা দেন।  পাশাপাশি, অনুষ্ঠানে গ্রামীণফোন তাদের নতুন লাইভ টিভি অ্যাপ ‘বায়োস্কোপ’-এর ঘোষণা দেয়।

সর্বশেষ খবর