শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নগরজুড়ে ছুটির আমেজ

নগরজুড়ে ছুটির আমেজ

‘ক্রাচের কর্নেল’ নাটকের একটি দৃশ্য

প্রদর্শনী ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৭ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে  চলছে ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক মাসব্যাপী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান।  আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তথ্যচিত্রের প্রদর্শনী, আর্টক্যাম্পসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকছে মাসব্যাপী এ আয়োজনে।

 

বঙ্গবন্ধু বইমেলা

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দেশ-বিদেশের ২৫০টি বই  নিয়ে শুক্রাবাদের বুকশপ পূর্ব-পশ্চিম কার্যালয়ে চলছে ১৮ দিনের এ বইমেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা রয়েছে।  ৩১ আগস্ট শেষ হবে ১৮ দিনের এ বইমেলা।

 

জহির রায়হান চলচ্চিত্র উৎসব

চলচ্চিত্রকার জহির রায়হানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দুদিনের চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আজ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

 

সেলিম আল দীন স্মরণে স্বপ্নদল

নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করেছে নাটকের সংগঠন স্বপ্নদল। আজ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এ আয়োজনের উদ্বোধন করবেন নাট্যজন ড. আফসার আহমদ। নাটক, বক্তৃতানুষ্ঠান, আলোচনা, সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ইত্যাদি থাকবে তিন দিনের এ আয়োজনে। ২০ আগস্ট রবিবার শেষ হবে তিন দিনের অনুষ্ঠানমালা।

 

নাটক

আজ ‘ক্রাচের কর্নেল’

চারুকলার শিক্ষার্থী আখিদুল ইসলামের চিকিৎসা সহায়তায় আজ শুক্রবার মঞ্চায়ন হবে বটতলার নাটক ‘ক্রাচের কর্নেল’। সন্ধ্যা ৭টায় বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়ন হবে নাটকটি। শাহাদুজ্জামানের উপন্যাস অবলম্বনে সৌম্য সরকার ও সামিনা লুত্ফা নিত্রারা নাট্যরূপে নাটকটির নির্দেশনায় রয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর