রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

যাত্রাপালা নিয়ে নাটক

শোবিজ প্রতিবেদক

যাত্রাপালা নিয়ে নাটক

মাসুম রেজার রচনায় ‘অদ্যই শেষ রজনী’ শিরোনামের একটি টেলিছবি পরিচালনা করেছেন বি ইউ শুভ। টেলিছবিটির গল্প সাজানো হয়েছে যাত্রাপালার ওপর। গল্পে দেখা যাবে, টানা সাত দিন যাত্রাপালা চলেছে এলাকায়। সেদিন ছিল শেষ রাত। তাই এলাকার মানুষের আগ্রহ ছিল ব্যাপক। তারা ভিড় করেছেন যাত্রার প্যান্ডেলে। সেদিন মঞ্চস্থ হয় ‘আঁধারের মুসাফির’ নামের একটি যাত্রাপালা। তবে সবার আকর্ষণ প্রিন্সেস লীলাবতীকে ঘিরে। এ কারণেই ভিড়। আলো ঝলমলে রঙিন মঞ্চে ওঠেন প্রিন্সেস লীলাবতীরূপী মৌসুমী হামিদ। সঙ্গে থাকে আরও দুই অভিনেত্রী। এলাকার মানুষ হুড়মুড় করে দেখতে এসেছিলেন সেই যাত্রাপালা। এমনি চলে টেলিছবিটির গল্প। মৌসুমী হামিদ বলেন, ‘এত মানুষের সামনে যাত্রাপালায় নাচা ও অভিনয় করা খুব কঠিন ছিল। তবে গল্পটি দুর্দান্ত ছিল, এ কারণেই কাজটি করা।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর