মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নিরবের বিরুদ্ধে ভারতীয় পরিচালকের লিগ্যাল নোটিস

শোবিজ প্রতিবেদক

নিরবের বিরুদ্ধে ভারতীয় পরিচালকের লিগ্যাল নোটিস

বলিউডে নিরবের অভিনয়ের খবর পুরনো। মুক্তি প্রতীক্ষিত ‘শ্যায়তান’ ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন কন্নড় অভিনেত্রী কাভিতা রাধ্যেশাম। তবে এই ছবিকে কেন্দ্র করে নিরবের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন সিনেমার প্রযোজক পরিচালক ফয়সাল সাইফ। প্রথমে নিরবের বিরুদ্ধে সব অভিযোগ ও এগ্রিমেন্টের প্রমাণসহ ফেসবুকে পোস্ট দেন ফয়সাল। এরপর আইনি নোটিস। ফয়সাল সাইফের দাবি নিরব প্রযোজককে প্রস্তাব দিয়েছিলেন হিন্দি সিনেমাটা সে নিজের খরচে বাংলা ডাবিং করে বাংলাদেশে মুক্তি দেবে। লাভের অর্ধেক তার। কিন্তু শুটিং শেষে আর কোনো যোগাযোগ করেননি নিরব। এমনকি প্রযোজকের ফোনও ধরেননি তিনি। এছাড়াও পরিচালক নিরবের বিরুদ্ধে অপেশাদারি আচরণের অভিযোগ তোলেন। দুই মাস আগে স্ক্রিপ্ট দেওয়ার পরও প্রস্তুতি না নেওয়া, নাচতে না পারা, সেটে সেলফি তোলা ও ফেসবুকিংয়ে ব্যস্ত থাকার অভিযোগ করেন। বাংলাদেশ প্রতিদিনকে প্রযোজক ফয়সাল সাইফ বলেন, ‘সব প্রমাণ আমি উন্মুক্ত করেছি। লিগ্যাল নোটিসও দিয়েছি। আমার ৫০ লাখ রুপির ক্ষতি হয়েছে।’ তবে ফয়সাল সাইফের ঢালাও অভিযোগ অস্বীকার করেছেন নিরব। তিনি বলেন, ‘আমি অভিনেতা, ডাবিংয়ের প্রস্তাব আমি কেন দেব? ফয়সাল সাইফই এমন একটি প্রস্তাব করেছিলেন। তখনই ডিড সাইন হয়। এই ডিডের অর্থ এই নয় যে, আমি এই শর্তে ছবিতে অভিনয় করেছি। এই চুক্তির মানে ছিল যদি বাংলায় ডাব করা সম্ভব হয়, তাহলে সেখানে আমাদের ফিফটি ফিফটি পার্টনারশিপ থাকবে। এখন দেশে হিন্দি ছবি দূরে থাকুক যৌথ প্রযোজনার নীতিমালা নিয়েই সমস্যা চলছে। তখনকার পরিস্থিতি ছিল ভিন্ন। তাই বিষয়টি আর এগোয়নি। এর বাইরে ফয়সাল যে অভিযোগ করেছেন, সেটি অবান্তর। আমি পেশাদার অভিনেতা। নিজের সেরাটুকু দিয়েই কাজ করেছি।’ তবে আইনি নোটিসের পর ঘটনা কোন পর্যায়ে যায় এখন দেখার বিষয় সেটাই। এদিকে একই পরিচালকের আরেকটি ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে অভিনেত্রী জাকিয়া বারী মমর।         

সর্বশেষ খবর