শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

নায়করাজের বায়োগ্রাফি নিয়ে জটিলতা

শোবিজ প্রতিবেদক

নায়করাজের বায়োগ্রাফি নিয়ে জটিলতা

গত ২১ আগস্ট না ফেরার দেশে চলে গেছেন চলচ্চিত্রের প্রবাদ পুরুষ নায়করাজ রাজ্জাক। এরপর বেশ কয়েকজন নায়করাজের জীবনী নিয়ে বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন। চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তিনি ছাড়াও বিচ্ছিন্নভাবে আরও ক’জন বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি সম্পর্কে জানার পর উদ্বেগ প্রকাশ করেছেন নায়করাজের পরিবার। নায়করাজ রাজ্জাকের ছোট ছেলে খালিদ হোসেন সম্রাট বলেন, ‘আমরা রাজ্জাক পরিবার বা আমাদের মধ্য থেকে কেউই আব্বাকে নিয়ে কোনো বায়োগ্রাফি লেখার কোনোরকম অনুমতি দিইনি। শুধু চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ ছাড়া। একমাত্র ছটকু আহমেদের সঙ্গেই বইয়ের ব্যাপারে বাবার কথা হয়েছে। আর কেউ বা কোনো প্রকাশনী যদি রাজ্জাক পরিবারকে অবগত না করে কোনোরকম কোনোকিছু প্রিন্টে যায় তাহলে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব। অনেকেই হঠাৎ করে আব্বাকে নিয়ে বায়োগ্রাফিক্যাল লেখা প্রকাশের জন্য ব্যস্ত হয়ে উঠেছেন, আমি বুঝতে পারছি না তারা কারা। আমি আমার আব্বার সবরকম কাজের সঙ্গে যুক্ত ছিলাম। তিনি কখন কোথায় কী করবেন, না করবেন, যেখানে যাবেন তার নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে, কখন যাবেন, কখন ফিরবেন- সবকিছু আমিই সিদ্ধান্ত নিতাম। তাই আব্বার সবকিছুই ছিল আমার জানার মধ্যেই। বিষয়টি সত্যি উদ্বেগজনক’

সর্বশেষ খবর